ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দাদাকে খোঁচালে এর উত্তর অবশ্যই পেতে হবে: স্মিথ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দাদাকে খোঁচালে এর উত্তর অবশ্যই পেতে হবে: স্মিথ

দুজনেই দলের সবচেয়ে খারাপ সময়ে হাল ধরেছিলেন। অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নিয়ে দলকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। মাঠের ক্রিকেট ছেড়ে দিলেও দেশের ক্রিকেট উন্নতিতে দুজনেই এখন সামনে থেকে রাখছেন অবদান। বলছি ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি এবং প্রোটিয়া কিংবদন্তি গ্রায়েম স্মিথের কথা।

মাঠের ক্রিকেট ছেড়ে দেওয়ার পর সংগঠক হিসেবে নাম কুড়িয়েছেন দুজনেই। স্মিথ এখন প্রোটিয়া ক্রিকেট বোর্ডের পরিচালক, অপরদিকে সৌরভ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি। সংগঠক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দুজনের মধ্যে অনেক কথা হয় বলে জানিয়েছেন স্মিথ। প্রোটিয়া এই কিংবদন্তি আরও জানান, সৌরভকে খোঁচানোর ফল কখনো ভালো নয়। কারণ এর উত্তর দিতে কখনো ভুল করেন না বর্তমান বিসিসিআই সভাপতি।

সম্প্রতি স্টার স্পোর্টসের ‘ক্রিকেট কানেক্টেড শো’তে এমন তথ্য দেন স্মিথ। ভারতীয় ক্রিকেটে ‘দাদা’ খ্যাত সৌরভকে দাদা সম্বোধন করেই প্রোটিয়া ক্রিকেট বোর্ডের এই পরিচালক বলেন, ‘আপনি নিশ্চিত থাকতে পারেন, যদি কখনো আপনি দাদাকে খোঁচান, তাহলে এটি অবশ্যই আপনি ফেরত পাবেন।’

ক্রিকেট সংগঠক হওয়ার পর থেকে দুজনের মধ্যে অনেক বেশি কথা হয় জানিয়ে স্মিথ আরও যোগ করেন, ‘আমি এরই মধ্যে দাদার সঙ্গে বেশ কিছু সময় কাটিয়ে ফেলেছি, বিশেষ করে সংগঠক হওয়ার পর। টেলিফোনেই আমাদের কথা হয়ে থাকে। আমাদের বেশ ভালোই আলাপ হয়।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়