ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ক্যারিয়ার বাঁচাতে বাটলারের সামনে কেবল দুই টেস্ট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্যারিয়ার বাঁচাতে বাটলারের সামনে কেবল দুই টেস্ট

ব্যাট হাতে ভালো ফর্মে নেই ইংল্যান্ড উইকেটরক্ষক জস বাটলার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে গ্লাভস হাতেও অসাধারণ ছিলেন না। আর তাই দলে বাটলারের জায়গা নিয়ে প্রশ্ন উঠছে। ইংল্যান্ডের সাবেক পেসার ড্যারেন গফ তো বলেই দিলেন, এই সিরিজের সামনের দুই ম্যাচ হবে বাটলারের জন্য নিজেকের প্রমাণের ম্যাচ। টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ার বাঁচাতে হলে সামনের দুই ম্যাচে দারুণ কিছু করতে হবে তাকে।

করোনা সঙ্কট কাটিয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে আবার ফিরেছে ক্রিকেট। তবে ঘরের মাঠে সফরকারি উইন্ডিজের কাছে ৪ উইকেটে হেরে গেছে ইংল্যান্ড। এর জন্য ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছে সাবেক ইংলিশ ক্রিকেটাররা। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাটলারও। প্রথম ইনিংসে ৩৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ফিরেছেন মাত্র ৯ রানে।

এদিকে সাম্প্রতিক ফর্মও খারাপ যাচ্ছে ইংলিশ এই ব্যাটসম্যানের। সর্বশেষ ১২ ইনিংসে নেই কোনো অর্ধশতক। শতকের দেখা পেয়েছেন প্রায় দুই বছর আগে। আর তাই সাবেক ইংলিশ ক্রিকেটার গফ বলেন, ‘আমার মতে, বাটলারের সামনে আর দুই ম্যাচ আছে নিজের টেস্ট ক্যারিয়ার বাঁচানোর জন্য।’

বাটলারের প্রশংসা করে গফ বলেন, ‘সে ইংল্যান্ডের জন্য দারুণ এক সম্পদ। অসংখ্য তরুণ তাকে দেখে অনুপ্রাণিত হয়। তার হাতে সব ধরনের শট আছে।’ তবে বাস্তবতাও টেনে এনে ২২৯ উইকেটশিকারি গফ বলেন, ‘কিন্তু টেস্ট ক্রিকেট ভিন্ন। এখানে আপনাকে টিকে থাকতে হবে। আউট হতে পারবেন না। কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে। বারবার আউট হয়ে যাচ্ছে।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়