ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মরিনহো এবং ক্লপের সঙ্গে কথার যুদ্ধে গার্দিওলা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০০, ১৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মরিনহো এবং ক্লপের সঙ্গে কথার যুদ্ধে গার্দিওলা

অর্থ কেলেঙ্কারির দায়ে গত ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য উয়েফার সকল প্রতিযোগিতা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিকে। তবে গত সোমবার সেই অভিযোগ থেকে মুক্ত করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় আকাশি-নীল জার্সিধারীদের। তবে বিষয়টি ভালো চোখে দেখেনি টটেনহ্যাম হটস্পারের কোচ হোসে মরিনহো এবং লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। ম্যানসিটির নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সমালোচনা করেছিলেন দুই কোচই। এবার তাদের সমালোচনার জবাব দিলেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা।

২০১২-১৬ পর্যন্ত উয়েফা ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়ম ভাঙায় নিষেধাজ্ঞার পাশাপাশি তিন কোটি ইউরোর জরিমানা করা হয়েছিল ম্যানসিটিকে। তবে এমন শাস্তির বিপক্ষে তখনই আপিল করে ম্যানচেস্টারের এই ক্লাবটি। অবশেষে তিনদিনের শুনানি শেষে কোর্ট অব আর্বিট্রেশন অব স্পোর্টস (সিএএস) সোমবার এক বিবৃতিতে জানায়, এমন কোনো নিয়ম ভাঙেনি ক্লাবটি। এরপরই ম্যানসিটিকে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। যদিও উয়েফাকে সহযোগিতা না করার কারণে জরিমানা বহাল রাখে সিএএস। তবে জরিমানার পরিমাণ তিন কোটি ইউরো থেকে কমিয়ে এক কোটি ইউরো করা হয়।

এমন রায়ের পর ‘স্পেশাল ওয়ান’ খ্যাত মরিনহো এক বিবৃতিতে জানান, এটা একটা লজ্জাজনক সিদ্ধান্ত। এই কোচের মতে, সিটি অবশ্যই দোষী; আর তাই তাদের শাস্তি দেওয়া হয়েছে। নয়তো জরিমানা করার কোনো মানেই হয় না।

তিনি বলেন, ‘যে কোনো ক্ষেত্রে এটি লজ্জাজনক একটি সিদ্ধান্ত; কারণ সিটি দোষী না হলে তাদের জরিমানার শাস্তি পাওয়া উচিত নয়। তারা অপরাধী হয়ে থাকলে এটা লজ্জাজনক, সেক্ষেত্রে তাদের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করাই উচিত ছিল। আমি জানি না সিটি দোষী কী না; তবে দুই দিক দিয়েই এটা লজ্জাজনক সিদ্ধান্ত।’

সিটির পাশাপাশি ক্রীড়ার সর্বোচ্চ আদালতের এই রায়ের পর ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়মকে সার্কাস আখ্যা দিয়ে মরিনহো আরও যোগ করেন, ‘এর চেয়ে বরং সার্কাসের দুয়ার খুলে দেওয়াই ভালো, সবাই উপভোগ করুক।’

পরবর্তী সময়ে এই বিষয়ে অলরেডদের কোচ ক্লপও মুখ খোলেন। ম্যানসিটির নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বদলের দিনকে তিনি খারাপ দিন জানিয়ে বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি না ফুটবলের জন্য সোমবার (১৩ জুলাই) ভালো একটা দিন ছিল। ফুটবল ফেয়ার প্লে নিজেদের কাজ ঠিকমতো করতে পারবে আশা করি। কারণ এটি এক ধরনের সীমা নির্ধারণ করে দেয়; যে পর্যন্ত আপনি যেতে পারবেন, কিন্তু অতিক্রম করতে পারবেন না। এটা ফুটবলের জন্য ভালো।’

এই দুই কোচের এমন সমালোচনার উত্তর দিয়েছেন ম্যানসিটি কোচ গার্দিওলা। ম্যানসিটি উয়েফার এমন সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্প্যানিশ এই কোচ। উয়েফার ম্যানসিটির কাছে ক্ষমা চাওয়া উচিত জানিয়ে গার্দিওলা বলেন, ‘অর্থ একটা বিষয় হতে পারে হয়তো। তবে মরিনহো ও অন্য কোচদের জানা উচিত আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের কাছে ক্ষমা চাওয়া উচিত (উয়েফার)। কারণ আমি আগেও বলেছি, আমরা দোষ করে থাকলে শাস্তি মেনে নিতাম। যখন আমরা বিশ্বাস করি, আমরা সঠিক কাজ করেছি, তখন নিজেদের জন্য লড়াই করার অধিকার আমাদের আছে। স্বাধীন বিচারক এটাই বলেছেন।’

গার্দিওলা আরও যোগ করেন, ’১৩ জুলাই ফুটবলের জন্য ভালো একটি দিন ছিল। কারণ ইউরোপের অন্য দলগুলোর মতো আমরাও এফএফপির নিয়মের মধ্যে থেকেই খেলি। নিয়ম ভাঙলে আমরা নিষিদ্ধ হতাম, তবে আমরা নির্দোষ ছিলাম বলে সঠিক রায় পেয়েছি।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়