ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্থগিত হতে যাচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৩, ১৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
স্থগিত হতে যাচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজ

আন্তর্জাতিক ক্রিকেটের সূচি অনুযায়ী সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টির সিরিজ খেলার কথা ভারতের। তবে উপমহাদেশের সবচেয়ে বড় ক্রিকেটীয় পরাশক্তি ভারতে করোনাভাইরাসের পরিস্থিতি এখনো শোচনীয়। দেশটিতে ইতিমধ্যে সাড়ে নয় লাখের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর মিছিলও বেশ দীর্ঘ প্রায় পঁচিশ হাজারের কাছাকাছি। এমন অবস্থায় ইংল্যান্ড ক্রিকেট দল ভারতে সিরিজ খেলতে আসার কোনো সম্ভাবনা নেই। আর তাই স্থগিত হতে যাচ্ছে সিরিজটি।

‘পিটিআই’-কে এমন তথ্য নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের বিশ্বস্ত এক সূত্র। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই আসতে যাচ্ছে সিরিজ স্থগিতের ঘোষণা। বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেন, ‘ইংল্যান্ড ভারতের মাটিতে ছয় ম্যাচের রঙিন পোষাকের ম্যাচ খেলার কথা (তিন ম্যাচ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি)। তবে ভারতে এখন যে পরিস্থিতি এমন অবস্থায় ইংল্যান্ড এখানে সফরে আসবে না।’

শুক্রবার বিসিসিআইয়ের কর্মকর্তাদের নিয়ে এক সভার আয়োজন করা হবে। যেখানে এফটিপির ম্যাচগুলোর ভবিষ্যৎ কি হতে পারে, সে নিয়ে আলোচনা করা হবে। আর সেখানে ইংল্যান্ড সিরিজ নিয়েও কথা হবে। এরপরই সিরিজ স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে জানিয়ে সে কর্মকর্তা আরও যোগ করেন, ‘আগামী শুক্রবার (১৭ জুলাই) বিসিসিআইয়ের কর্মকর্তাদের মধ্যে এক আলোচনা সভা হওয়ার কথা। সেখানে এফটিপির খেলা নিয়ে আলোচনা হবে। আর এরপরে ইংল্যান্ড সিরিজ স্থগিতের ঘোষণা আসতে পারে।’

এদিকে আগস্টে ক্রিকেটারদের মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙুলি। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেটি সম্ভব নয় বলে মনে করেন ওই কর্মকর্তা। ক্রিকেটারদের দুবাইয়ে ট্রেনিং ক্যাম্প আয়োজন করে অনুশীলনে ফেরানো হতে পারে অস্ট্রেলিয়া সিরিজের কথা বিবেচনা করে; তবে ইংল্যান্ড সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের সভাপতি সৌরভ গাঙ্গুলি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগস্টে ক্রিকেটারদের অনুশীলনে ফেরাতে চান। তবে এই অবস্থায় সেটি সম্ভব নয়। তাই ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ আয়োজনের কোনো সম্ভাবনা নেই। তবে অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখে ক্রিকেটারদের দুবাইয়ে অনুশীলনে ফেরানো হতে পারে।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়