ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২৭ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে টসে জিতে ফিল্ডিং

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪০, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
২৭ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে টসে জিতে ফিল্ডিং

ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। আর এর মধ্য দিয়ে দারুণ সাহসী পদক্ষেপ দেখিয়েছেন ক্যারিবিয়ান এ অধিনায়ক। ২৭ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কোনো অধিনায়ক।   

বৃষ্টি বাধায় খেলা শুরু হতে বিলম্ব

করোনা প্রাদুর্ভাবে দীর্ঘ ১১৬ দিনের অপেক্ষা! অতপর গত ৮ জুলাই থেকে আবার শুরু হয়েছে ক্রিকেট। তবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের সাউদাম্পটনের সে ম্যাচে বৃষ্টির বাধায় খেলা শুরু হতে বিলম্ব হয়েছিল। একই চিত্র দেখা যাচ্ছে ওল্ড ট্র্যাফোর্ডেও। দ্বিতীয় টেস্টের টস হতেও বিলম্ব হচ্ছে বৃষ্টি বাধায়।

বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হওয়ার কথা ছিল টেস্ট ম্যাচটি। তবে বৃষ্টি বাধায় দেড় ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে খেলা শুরুর সময়। এক ঘণ্টা খেলার পর ম্যাচের প্রথম সেশনের লাঞ্চ বিরতিতে যাবে দুই দল। প্রথম ম্যাচে না খেলা ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জো রুট ফিরছেন এই ম্যাচ দিয়ে।

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারি ওয়েস্ট ইন্ডিজ।

 

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়