ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হন্ডুরাস-ইকুয়েডর ম্যাচে নতুন চমক

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ২০ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হন্ডুরাস-ইকুয়েডর ম্যাচে নতুন চমক

হন্ডুরাস ও ইকুয়েডরের ফুটবল ফেডারেশনের লোগো

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিল বিশ্বকাপে আজকের ম্যাচে হন্ডুরাস ও ইকুয়েডরের লড়াইয়ের পাশাপাশি নতুন আরেকটি লড়াই দেখবেন ফুটবলপ্রেমিরা। আর সেটা হলো- হন্ডুরাসের কোচ লুইস ফের্নান্দো সুয়ারেজ এবং ইকুয়েডরের কোচ রেইনালদো রুয়েদার লড়াই। এ দুজনই কলম্বিয়ার নাগরিক।

মজার ব্যাপার হলো- এই দুজনই আগে আজকের প্রতিপক্ষ দলের কোচ ছিলেন। হন্ডুরাসের বর্তমান কোচ লুইস ফের্নান্দো সুয়ারেজ ২০০৬ সালে অনুষ্ঠিত জার্মানি বিশ্বকাপে ইকুয়েডরের কোচ ছিলেন। অপরদিকে, ইকুয়েডরের বর্তমান কোচ রেইনালদো রুয়েদা ছিলেন ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে হন্ডুরাসের কোচ।

`ই` গ্রুপের হন্ডুরাস-ইকুয়েডর ম্যাচটি শুক্রবার বাংলাদেশ সময় রাত ৪টায় আরেনা বাইশাদা কুরিচিবা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩৯ হাজার ৬৩১ জন দর্শক এ স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। ম্যাচটি পরিচালনা করবেন অস্ট্রেলিয়ান রেফারি বেঞ্জামিন উইলিয়ামস।

এর আগে, দুই দলের ১৩টি প্রীতি ম্যাচের মধ্যে ৮টিই ড্র হয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৪/মিথুন/রফিক 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়