ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ক্যানবেরায় পৌঁছেছে বাংলাদেশ দল

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যানবেরায় পৌঁছেছে বাংলাদেশ দল

অনুশীলন করছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক : ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে বুধবার আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যানবেরার মানুকা ওভাল স্টেডিয়ামে। ম্যাচকে সামনে রেখে শুক্রবার ক্যানবেরায় পৌঁছেছে বাংলাদেশ দল। মূলত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টানা হারের হতাশা কাটাতেই আগেভাগে এখানে এসেছেন সাকিব-মুশফিকরা! প্রতিপক্ষ আফগানিস্তান আসবে শনিবার।

 

বিশ্বকাপের আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে। দুটিতেই হার মানে বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে জিততে জিততে হেরে যান টাইগাররা। চতুর্থ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছেও লজ্জাজনক হারের শিকার হয়।

 

বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে আফগানিস্তান, স্কটল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

 

১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। এরপর ২১ ফেব্রুয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়া, ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা, ৫ মার্চ স্কটল্যান্ড ও ৯ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।


 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৫/আমিনুল/নেছার

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়