Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মে ২০২১ ||  বৈশাখ ৩০ ১৪২৮ ||  ৩০ রমজান ১৪৪২

ওয়ালটনের সহায়তায় স্কুল দাবা প্রতিযোগিতা

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ২২ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনের সহায়তায় স্কুল দাবা প্রতিযোগিতা

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দাবা খেলোয়াড় সংস্থার আয়োজনে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘স্কুল দাবা প্রতিযোগিতা-২০১৫’। এই প্রতিযোগিতায় সহায়তা করে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আইডিয়াল স্কুল এন্ড কলেজের তিনটি শাখার (মতিঝিল, মুগদা ও বনশ্রী) ৫৬০ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়।

 

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. গোলাম আশরাফ তালুকদার (গভর্নিং বডির সদস্য), মো. মারুফ আহমেদ মনসুর (গভর্নিং বডির সদস্য), মো. জাহিদুল ইসলাম টিপু (গভর্নিং বডির সদস্য)। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা খেলোয়াড় সংস্থার সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৫/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়