ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উইম্বলডনের ফাইনালে সেরেনা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২১, ১২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইম্বলডনের ফাইনালে সেরেনা

ক্রীড়া ডেস্ক : উইম্বলডন ওপেনের ফাইনালে গতবছর অ্যাঞ্জেলিক কেরবারের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল সেরেনা উইলিয়ামসের। এবার সেই আক্ষেপ মেটানোর সুযোগ আবারও পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার এ টুর্নামেন্টের চলতি আসরে বারবোরা স্ট্রেইকোভাকে হারিয়ে নারী এককে ১১তম বারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন মার্কিন এ টেনিস ললনা।

সেমিফাইনালে বারবোরা স্ট্রেইকোভাকে হারাতে ৫৯ মিনিট সময় নেন সেরেনা। টানা সেটে ৬-১, ৬-২ গেমে জিতে কোর্ট ছাড়েন তিনি। এবার উইম্বলডনের শিরোপা জিতলে ২৪টি গ্র্যান্ডস্ল্যাম নিয়ে সর্বকালের সেরা অবস্থানে থাকা মার্গারিটা কোর্টকে ছুঁয়ে ফেলবেন সেরেনা।

নিজেকে ফিট রেখে এই বয়সে এসেও অপ্রতিরোধ্য গতিতে ছুঁটে চলছেন সেরেনা। ৩৭ বছর বয়সেও অপ্রতিরোধ্য থাকতে পেরে খুব উচ্ছ্বসিত মার্কিন টেনিস কন্যা বলেন,‘আমি যা পছন্দ করি তাই করি। ভালোই লাগছে ফাইনালে আবার পৌঁছাতে পেরে।’

ফাইনালে রোমানিয়ান সুন্দরী সপ্তম বাছাই সিমোনা হালেপের মুখোমুখি হবেন সেরেনা। এ ম্যাচটি জিতলে উইম্বলডনে অষ্টম শিরোপার স্বাদ পাবেন মার্কিন এ কৃষ্ণকলি।

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়