ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

থাইল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থাইল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ক্রীড়া প্রতিবেদক : থাইল্যান্ডে চলমান ইনডোর এশিয়া কাপ হকিতে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। অবশ্য শুরুটা ভালো হয়নি লাল-সবুজের জার্সিধারীদের। প্রথম দুই ম্যাচের প্রথমটিতে তারা মালয়েশিয়ার কাছে ৬-০ ব্যবধানে হার মানে।

দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইরানের কাছে ৮-০ ব্যবধানে হেরে যায়। আজ বুধবার তৃতীয় ম্যাচে ফিলিপাইনকে ৯-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। যা এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়।

এই জয়ে পঞ্চম কিংবা সপ্তম স্থানের জন্য আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে লাল সবুজরা।

 

বুধবার ফিলিপাইনের বিপক্ষে প্রথমার্ধেই লিড নেয় ৬-০ গোলের। দ্বিতীয়ার্ধে আরো ৩ গোল। ডাবল হ্যাটট্রিক করেন মঈনুল ইসলাম কৌশিক। আর এই কাজটি করেন ৪, ৫, ১১, ২০, ৩০ ও ৩৬ মিনিটে। ১৭ ও ৩৩ মিনিটে দুটি গোল করেন রাসেল মাহমুদ জিমি। এছাড়া পেনাল্টি কর্নার থেকে ৯ মিনিটে একটি গোল করেন সহ অধিনায়ক আশরাফুল ইসলাম।

ইনডোর এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দলের কো-স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপ।

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়