RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৩ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৮ ১৪২৭ ||  ০৬ রবিউল আউয়াল ১৪৪২

শেষ ম্যাচে হারল বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ ম্যাচে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : থাইল্যান্ডে চলমান ইনডোর এশিয়া কাপ হকির চতুর্থ ম্যাচে হার মেনেছে বাংলাদেশ জাতীয় হকি দল। আজ বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরে যায় শিটুল-আশরাফুলরা।

চোনবুরিতে বুধবার ফিলিপাইনকে বড় ব্যবধানে হারানোর আত্মবিশ্বাস নিয়েই আজ থাইল্যান্ডের বিপক্ষে নামে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারনী ম্যাচ খেলার সম্ভাবনা ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়ে। এক গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ৩-১ এর হার নিয়ে মাঠ ছাড়তে হয়।  ৪ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ স্থানে বাংলাদেশ।

শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডের পর বাংলাদেশ চতুর্থ স্থানে থাকলে শনিবার অপর গ্রুপের চতুর্থ দলের সাথে সপ্তম স্থান নির্ধারনী ম্যাচ খেলবে বাংলাদেশ।  গ্রুপের বাকি দলগুলোর একটি করে ম্যাচ বাকি রয়েছে।

ইনডোর এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দলের কো-স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপ।


রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়