ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দুই আফগানের ব্যাটে উড়ে গেল ইমরুল-এনামুলরা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই আফগানের ব্যাটে উড়ে গেল ইমরুল-এনামুলরা

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজের প্রথমটিতে রীতিমতো উড়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল।

আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দল প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রান তোলে। জবাবে ৪৩.৫ ওভারে কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলে আফগান যুবারা। ১০ উইকেটে হার মানে ইমরুল-এনামুল-রুবেলরা।

আর সেটা সম্ভব হয়েছে রহমতউল্লাহ গুরবাজ ও ইব্রাহিত জাদরানের ব্যাটিং দৃঢ়তায়। এই দুই তরুণ ব্যাটসম্যান রুবেল হোসেন, আবু জায়েদ, ফরহাদ রেজা ও আফিফ হোসেনদের পাত্তাই দেননি। তাদের শাসন করে দুজনে শুরু থেকে শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে জয় তুলে নেন। তারা দুজন ২০২ রান করেন। তার মধ্যে গুরবাজ ১৩৮ বল খেলে ১১ চার ৩ ছক্কায় ১০৫ রান করেন। আর ইব্রাহিম ১২৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮৬ রান করেন।

 

তার আগে বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৯ রান করেন আফিফ হোসেন ধ্রুব। ৩০টি রান আসে ফরহাদ রেজার ব্যাট থেকে। ইমরুল কায়েস করেন ২৮ রান। আর ১৯টি রান করেন এনামুল হক বিজয়।

বল হাতে আফগানিস্তানের নাভিন-উল-হক ও করিম জানাত ২টি করে উইকেট নেন।

রোববার দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।


রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়