ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ওয়ার্ল্ড থ্রোবল ফেডারেশনের সহ-সভাপতি হলেন ইকবাল বিন আনোয়ার

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ার্ল্ড থ্রোবল ফেডারেশনের সহ-সভাপতি হলেন ইকবাল বিন আনোয়ার

ক্রীড়া ডেস্ক : ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) কে ওয়ার্ল্ড থ্রোবল ফেডারেশনের (ডব্লিউটিএফ) ২০১৯-২০২১ মেয়াদে সহ-সভাপতি নির্বাচন করা হয়েছে।

সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠি ডব্লিউটিএফ এর কেন্দ্রীয় কমিটির সভায় চারজন সহ-সভাপতি নির্বাচন করা হয়। তাদের মধ্যে একজন করা হয় বাংলাদেশ থেকে। আর তিনি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

ওয়ার্ল্ড থ্রোবল ফেডারেশনের প্যাডে সভাপতি ডা. মুস্তফা কামাল বিন মাউলুত দাতো স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি সদনও পাঠানো হয়েছে তাকে। সেখানে লেখা রয়েছে, ‘ওয়াল্র্ড থ্রোবল ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সম্মান, শ্রদ্ধা, আত্মবিশ্বাস ও বিশ্বাসের সঙ্গে এফএম ইকবাল বিন আনোয়ার ডনকে ডব্লিইটিএফ এর সহ-সভাপতি (৪) হিসেবে আমরা স্বীকৃতি দিচ্ছি। এই নিয়োগের মাধ্যমে আপনাকে বিশ্বব্যাপী থ্রোবলের উন্নয়নে সমর্থন দিতে হবে। সহ-সভাপতি ৪ হিসেবে ডব্লিউটিএফ এর কার্যক্রমকে সহযোগিতা করতে হবে। ডব্লিউটিএফ এর কেন্দ্রীয় কমিটির সভা, সাফল্য উদযাপন প্রোগ্রাম ও উন্নয়ন প্রোগ্রামে অংশ নিতে হবে।’

ওয়ার্ল্ড থ্রোবল ফেডারেশনের সহ-সভাপতি হয়ে অনুভূতি প্রকাশ করে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেছেন, ‘এটা আমার জন্য ও বাংলাদেশের জন্য সম্মানের। বাংলাদেশ থেকে আমাকে ওয়ার্ল্ড থ্রোবল ফেডারেশনের সহ-সভাপতি মনোনীত করায় আমি সম্মানিতবোধ করছি। আমি চেষ্টা করব দেশে ও বিশ্বব্যাপী থ্রোবলের উন্নয়নে কাজ করতে।’


রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়