ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ‘বুলবুল’ শঙ্কা

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ‘বুলবুল’ শঙ্কা

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুই ম্যাচের ইয়ুথ টেস্ট সিরিজ ড্র হয়েছে। এবার দুই দলের ওয়ানডে মিশন শুরু হচ্ছে। পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথমটিতে শনিবার মুখোমুখি হচ্ছে দল দুটি।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকালে ম্যাচটি শুরু হবে। তবে সিরিজ শুরুর আগে শঙ্কা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ নিয়ে। আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে ৭ নম্বর সতর্কতা সংকেত দিয়েছে। শুক্রবার দিনভর খুলনায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে শঙ্কা থাকছে। এমনকি শঙ্কা প্রথম ওয়ানডে মাঠে গড়ানো নিয়েও। তবে শঙ্কা কাটিয়ে ম্যাচের দিকেই নজর দুই অধিনায়কের। জয় দিয়ে শুরু করতে চান টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলী ও শ্রীলঙ্কা যুবাদের অধিনায়ক নিপুন ধনাঞ্জয়া।

এই ম্যাচকে সামনে রেখে শুক্রবার সকালে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করে বাংলাদেশ দল। আর শ্রীলঙ্কা দল অনুশীলন করে বিকেলে। যদিও শ্রীলঙ্কার অনুশীলনে বাধা হয়ে আসে গুড়ি গুড়ি বৃষ্টি। ফলে তাদের অনুশীলন সেশনটা কাটাতে হয়েছে মূলত ইনডোর আর জিমেই।

মূলত আগামী বছর যুব বিশ্বকাপকে সামনে রেখে বছরব্যাপী অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিছুদিন আগে নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে আকবর আলীর দল। তবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে বিকল্প ক্রিকেটারদের মাঠে নামিয়েছে বিসিবি। এবার অবশ্য মূল দল যোগ দিয়েছে ওয়ানডে সিরিজে। বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার জানান, আমাদের নজরে এই বয়সী বেশ কিছু ক্রিকেটার আছে। এদের অনেকেই ম্যাচ খেলার কোন সুযোগ পাচ্ছিল না। তাদেরকেই চারদিনের ম্যাচে সুযোগ দেয়া হয়েছে। ওয়ানডে সিরিজে অংশ নিবে মূল দলই।


খুলনা/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়