ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন কেটি পেরি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপ ফাইনাল মাতাবেন কেটি পেরি

আগামী বছর অস্ট্রেলিয়ায় বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের ফাইনালে পারফর্ম করবেন মার্কিন সংগীত তারকা কেটি পেরি।

বিশ্বকাপের একশ দিনের কাউন্টডাউন শুরু হয়েছে মঙ্গলবার। এদিনই কেটি পেরির খবরটা দিয়েছে আইসিসি।

আগামী বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ১০ দল নিয়ে শুরু হবে বিশ্বকাপ। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশ্বকাপের ফাইনাল হবে ৮ মার্চ- আন্তর্জাতিক নারী দিবসের দিন। ফাইনাল শুরুর আগে এবং ম্যাচ শেষে মেলবোর্ন মাতাবেন কেটি পেরি।

আইসিসির আশা, কেটি পেরির মতো একজন শিল্পীর উপস্থিতিতে বিশ্বকাপের ফাইনাল মেয়েদের কোনো ক্রীড়া ইভেন্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়বে।

মেয়েদের কোনো ক্রীড়া ইভেন্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ডটা এখন পর্যন্ত ফিফা নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে। ১৯৯৯ সালের আসরে ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় খেলা দেখতে উপস্থিত ছিলেন ৯০ হাজার ১৮৫ জন দর্শক।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দর্শক ধারণক্ষমতা এক লাখ। কেটি পেরিকে আর ফাইনাল দেখতে সেই আসনের কতটা পূর্ণ হয়, সেটাই এখন দেখার।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়