ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

টস জিতে ব্যাটিং নেওয়াটা সাহসী সিদ্ধান্ত ছিল!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টস জিতে ব্যাটিং নেওয়াটা সাহসী সিদ্ধান্ত ছিল!

বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি ব্যাটসম্যানরা। অলআউট হয়েছে মাত্র ১৫০ রানে। সে কারণে বেশ সমালোচনার মুখে পড়েছে গোটা বাংলাদেশ দল। তবে প্রথম দিন শেষে ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন জানিয়েছেন টস জিতে ব্যাটিং নেওয়াটা ছিল সাহসী সিদ্ধান্ত।

‘টস জিতে ব্যাটিং নেওয়াটা আমি মনে করি সাহসী সিদ্ধান্ত ছিল। আমরা আসলে এমনটা প্রত্যাশা করিনি। আমরা ভেবেছিলাম তারা বল করবে। কিন্তু তারা ব্যাট করার সিদ্ধান্ত নিল। আমি মনে করি ব্যাট করাটা হয়তো তাদের পক্ষ থেকে সুবিধাজনক ছিল। সত্য বলতে কী, সকালের সেশনে তাদের মাত্র কয়েকজন ব্যাটসম্যান ভালো ব্যাটিং করেছে। যে উইকেটে বোলারদের জন্য কিছু থাকে সেখানে ব্যাট করা সহজ ব্যাপার নয়। তবে আমি মনে করি মুমিনুল হক ভালো ব্যাটিং করেছেন।’

বাংলাদেশের ব্যাটসম্যানরা ভয় পেয়েছিল কিনা? অশ্বিন বলেন, ‘আমি মনে করি না কোনো আন্তর্জাতিক দলই তার প্রতিপক্ষের বিপক্ষে খেলতে ভয় পায়। যদি আপনি ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানের কথা বলেন সেটা ভিন্ন বিষয়। অনেক ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানই স্ট্যাম্প ছেড়ে এসে খেলে। তাদের ক্ষেত্রে এটা হয়েই থাকে।’


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়