ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সমতায় আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সমতায় আফগানিস্তান

করিম জানাতের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ৪১ রানের বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে রশিদ খানের দল।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেও বড় ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে তাদের দেখা যায় ভিন্ন চেহারায়।

লক্ষ্ণৌতে শনিবার রাতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৭ উইকেটে করেছিল ১৪৭ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১০৬ রানের বেশি করতে পারেনি।

টস জিতে ব্যাট করতে নেমে ৪২ রানের উদ্বোধনী জুটিতে আফগানিস্তানকে ভালো সূচনা এনে দিয়েছিলেন হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। জাজাই ১৫ বলে ২৬ ও গুরবাজ করেন ১৫ রান।  

তিনে নামা করিম জানাত ১৮ বলে করেন ২৬ রান। এ ছাড়া গুলবাদিন নাইব ২৪ ও নজিবুল্লাহ জাদরান করেন অপরাজিত ২০ রান। ২৩ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার কেশরিক উইলিয়ামস।

ব্যাটিংয়ের পর বল হাতেও ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেন জানাত। ব্রান্ডন কিংকে ফিরিয়ে শুরুটা করে দিয়েছিলেন অবশ্য নাভিন উল হক। এরপর জানাত একে একে তুলে নেন শিমরন হেটমায়ার, এভিন লুইস, শেরফান রাদারফোর্ড ও কাইরন পোলার্ডের উইকেট।

পরে তিনি কেমো পলকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সর্বোচ্চ ২৪ রানে অপরাজিত ছিলেন দিনেশ রামদিন। জানাত ৪ ওভারে মাত্র ১১ রানে নেন ৫ উইকেট। ম্যাচসেরাও হয়েছেন তিনিই।

রোববার একই মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

 

ঢাকা/পরাগ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়