ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নিষেধাজ্ঞা কমল চেলসির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিষেধাজ্ঞা কমল চেলসির

খেলোয়াড় কেনার ক্ষেত্রে চেলসির ওপর ফিফার দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)।

অতীতে অনূর্ধ্ব-১৮ বছর বয়সি বিদেশি ফুটবলার কিনে ফিফার আইন ভঙ্গ করার অভিযোগে গত ফেব্রুয়ারিতে খেলোয়াড় কেনার ক্ষেত্রে দুই দলবদল বাজারে চেলসিকে নিষিদ্ধ করা হয়।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফিফার কাছে আপিল করেছিল ইংলিশ ক্লাবটি। কিন্তু বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আপিল খারিজ করে নিষেধাজ্ঞা বহাল রাখে।

নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত বদলের শেষ চেষ্টা হিসেবে চেলসি পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করে।

সেই আপিলের প্রেক্ষিতে সিএএস চেলসির ওপর দুই দলবদল বাজারের নিষেধাজ্ঞা কমিয়ে একটি করার সিদ্ধান্ত নেয়। শুক্রবার সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

ফলে এ বছরের গ্রীষ্মকালীন দলবদলেই চেলসির নিষেধাজ্ঞা শেষ হয়েছে। জানুয়ারির দলবদলে খেলোয়াড় কিনতে পারবে তারা।

শুধু দলবদল নয়, জরিমানার পরিমাণও অর্ধেক করা হয়েছে চেলসির। ছয় লাখ সুইস ফ্রাঁ জরিমানা কমিয়ে তিন লাখ সুইস ফ্রাঁ করা হয়েছে।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়