ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রোটিয়া বোর্ডে সাবেকদের যুক্ত করাতে সাধুবাদ কারস্টেনের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৩, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রোটিয়া বোর্ডে সাবেকদের যুক্ত করাতে সাধুবাদ কারস্টেনের

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে সাবেক তারকা খেলোয়াড়দের অন্তর্ভূক্তিকে সাধুবাদ জানিয়েছেন গ্যারি কারস্টেন। সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান মনে করেন এর মাধ্যমে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে।
সাবেক এ প্রোটিয়া ক্রিকেটার কোচ হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে ভারতকে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা এনে দেন। এরপরে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার হয়ে দুই বছর কোচিং করান। তার অধীনে প্রোটিয়ারা টেস্টে শীর্ষে ওঠে।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের বিপর্যয় ঘটে। নক আউট পর্বে উঠতে পারেনি। এরপরে ঢেলে সাজানো হয় প্রোটিয়া বোর্ডকে। বোর্ড পরিচালকের দায়িত্ব দেয়া হয় গ্রায়েম স্মিথকে। ব্যাটিং কোচ হোন জ্যাক ক্যালিস। দলের প্রধান কোচ মার্ক বাউচার। নির্বাচক হিসেবে যোগ দেন অ্যাশওয়েল প্রিন্স।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করেন নতুন এই কোচিং প্যানেল। এরপরে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১৭৯ রানের সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা। তবে কেপটাউনে দ্বিতীয় ম্যাচে খেলা শেষ হওয়ার ৮ ওভার আগে অল আউট হয়ে ম্যাচটা হেরে যায় প্রোটিয়ারা। তবে কারস্টেন বিশ্বাস করেন বোর্ডের নতুন পদক্ষেপে সাফল্য পাবে দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়া বোর্ডের এমন পদক্ষেপ নিয়ে গ্যারি কারস্টেন বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দলের দায়িত্ব তারা পালন করছে যারা সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলেছে। এই ক্রিকেটাররা দীর্ঘদিন যাবত সেরা সেরা দলের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করেছে। ড্রেসিং রুমে এদের সান্নিধ্য পাওয়া তরুণ খেলোয়াড়দের জন্য অনেক জরুরি।’

স্মিথ, ক্যালিস, বাউচারদের নিয়ে সাবেক এ প্রোটিয়া কোচ আরো বলেন, ‘খেলোয়াড়দের জানতে হবে কিভাবে সাফল্যের চূড়ায় উঠতে হবে। স্মিথ, ক্যালিস, বাউচার এই বিষয়টি জানে। তারা বিষয়টি খেলোয়াড়দের জানাতে পারবে। অনুপ্রেরণা দিতে পারবে।’

৫২ বছর বয়সী প্রোটিয়া কারস্টেন আরো বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে হলে আপনাকে সেরাদের থেকে সেরা হওয়া শিখতে হবে। নতুবা আন্তর্জাতিক ক্রিকেট খেলা দলগুলো আপনাকে গুড়িয়ে দিবে।’

গ্যারি কারস্টেন ভারত, দক্ষিণ আফ্রিকার পরে ফ্র্যাঞ্চাইজি লিগের দলের কোচিং করাতে থাকেন। বর্তমানে দক্ষিণ আফ্রিকার পার্ল রকসের কোচ হিসেবে আছেন। চলতি বছরের শেষে অনুষ্ঠেয় ‘হান্ড্রেড বলের ক্রিকেটে’ ওয়েলস ফায়ারের দায়িত্ব নেবেন তিনি।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়