ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বদলে গেলো হারিয়ে যাওয়া আরসিবি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বদলে গেলো হারিয়ে যাওয়া আরসিবি

গত কিছুদিন আগে হঠাৎ করে গায়েব হতে থাকে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙালোরের পোস্ট, প্রোফাইল পিক ও কাভার পিক। এ নিয়ে চিন্তায় পড়ে যান সমর্থকরা। বিচলিত হয়ে ওঠেন দলটির অধিনায়ক বিরাট কোহলি, ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

তবে হারিয়ে যাওয়ার বার্তা দিয়ে নতুন কিছুরই ইঙ্গিত দিয়েছিল দলটি। ঠিক তাই। বদলে গিয়ে নতুন রুপে ফিরে আসলো ব্যাঙালোরের দলটি। নতুন দশক উপলক্ষে আরসিবির নতুন লোগো নিয়ে হাজির হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

মঙ্গলবার থেকে চুপিসারে হারিয়ে যাওয়ার ইঙ্গিত দেখানো দলটি ফিরলো শুক্রবারে। নতুন লোগো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে ক্যাপশনে লিখেন, ‘এই সেই লোগো, যার জন্য অপেক্ষা করছিলেন আপনারা। নতুন দশক, নতুন আরসিবি, নতুন লোগো।’

আরসিবির চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা দলটির এমন পরিবর্তন নিয়ে বলেন, ‘সমর্থকদের আনন্দ দেওয়া ও তাদের সঙ্গে যুক্ত থাকার অঙ্গীকারের জন্য নতুন এই লোগো। কারণ, সমর্থকরাই আমাদের আসল শক্তি।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়