ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এবারের শপথ ঘরে থাকার: মাশরাফি

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবারের শপথ ঘরে থাকার: মাশরাফি

আজ ছিলো বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস। তবে প্রতিবারের মতো এবার এ দিবস ঘিরে দেখা যায়নি কোনো অনুষ্ঠান। করোনা আতঙ্কে চুপিচুপি বিদায় নিলো দিবসটি।

করোনাভাইরাস এতটাই প্রভাব বিস্তার করেছে বাংলাদেশ ও সারাবিশ্ব জুড়ে। তাইতো স্বাধীনতা দিবসের দিনে বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চাওয়া ছিল ভিন্ন।

২৬শে মার্চ, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। যেখানে চাওয়া ছিলো, যার যা কিছু আছে তাই নিয়ে বেরিয়ে পড়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়া। তবে এবার দৃশ্যপট আমাদের প্রতিকূলে। এবার আমাদের শত্রু অদৃশ্য। তাই সম্মুখ যুদ্ধে আমরা পেরে উঠবো না। এবার ঘরে থেকে প্রতিরোধ করতে হবে করোনাকে।

মাশরাফিও ঠিক তাই চাইছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি দেশবাসীর জন্য লিখেছেন,

‘২৬শে মার্চ, ১৯৭১: শপথ ছিল ঘর থেকে বের হবার।

২৬শে মার্চ, ২০২০: এবারের শপথ ঘরে থাকার। ঘরে থাকুন,সুস্থ থাকুন। সংক্রমন প্রতিরোধে সহায়তা করুন।

খেলার স্বাধীনতা যদি আবার ফিরে পেতে চাই,

এখন তাহলে উত্তম কিন্তু ঘরে থাকাটাই....।’

করোনা প্রতিরোধে মাশরাফির চাওয়ার সঙ্গে একাত্মতা পোষণ করে আমাদের উচিত ঘরে থাকা। তবেই সুন্দর সবুজ বাংলাদেশ বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়