ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘রোনালদোকে ভালোবাসে না এমন কে আছে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘রোনালদোকে ভালোবাসে না এমন কে আছে’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের অনলাইন আড্ডায় গতকাল উপস্থিত ছিলেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা। এই আড্ডায় দুই দেশের দুই তারকা ক্রিকেটার ক্রিকেট ক্যারিয়ার, আইপিএল ও বিভিন্ন মজার স্মৃতি নিয়ে আলোচনা করেছেন।

এর পাশাপাশি ফুটবল নিয়েও কথা বলেছেন তারা। বিশেষ করে দুইজনই রিয়াল মাদ্রিদের সমর্থক হওয়ায় তাদের আড্ডায় চলে আসে বিশ্ব ফুটবলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। দুইজনই জানিয়েছেন, তাদের সেরা ফুটবলার রোনালদো। রোহিত শর্মা তো বলেই বসলেন, রোনালদোকে পছন্দ করে না এমন কেউ আছে নাকি?

এসময় তামিম আরও জানান, ২০১৭ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দেখতে গিয়েছিলেন তিনি। যেখানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি হয়েছে জুভেন্টাস। রিয়াল সে ম্যাচে জিতেছে ৪-১ গোলে। আর ফাইনাল সেরা হয়েছেন রোনালদো।

তামিম আড্ডায় রোহিতকে উদ্দেশ্য করে বলেন, ‘রোহিত ভাই, আপনাকে ক্রিকেটের বাইরের একটা প্রশ্ন করছি। আমি রিয়াল মাদ্রিদের অনেক বড় সমর্থক। আমি বিশ্বাস করি আপনিও রিয়াল সমর্থক, তাই নয় কি?’

রোহিতও উত্তরে জানান, ‘হ্যাঁ, আমিও।’

তখন তামিম আরও যোগ করেন, ‘আমরা ড্রেসিং রুমে সবসময় রিয়াল-বার্সাকে নিয়ে তর্ক করি। কারণ, আমাদের মধ্যে অর্ধেক বার্সা আর অর্ধেক রিয়াল সাপোর্ট করি। আচ্ছা, আপনি তো ক্রিস্টিয়ানো রোনালদোরও ফ্যান তাই না?’

রোহিত তখন রোনালদোকে টেনে বলেন, ‘রোনালদোকে ভালোবাসে না এমন কে আছে? নিজের ক্যারিয়ারে রোনালদো যা করলো এটা সত্যি অসাধারণ। তাঁর অর্জন দেখলে আপনি তাকে কুর্নিশ করতে বাধ্য।’

‘এটা সবাই জানে, রোনালদোর শুরুটা মোটেও সুখের ছিলো না। ক্যারিয়ারের শুরুতে অনেক কষ্ট করতে হয়েছে তাকে। আমি সবসময় সে সব মানুষদের সম্মান জানাই, যারা ক্যারিয়ারের শুরুতে অনেক কষ্ট করে, কিন্তু ক্যারিয়ার শেষে নিজেদের অনেক উঁচু জায়গায় নিয়ে যায়।’

এরপরে তামিম জানান, তিনি রিয়াল ও রোনালদোর ফাইনাল দেখতে ২০১৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কার্ডিফে উপস্থিত ছিলেন, ‘আমি আসলে সত্যি ভাগ্যবান যে, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আমরা যখন ইংল্যান্ডে। সেবার চ্যাম্পিয়পনস লিগের ফাইনাল খেলা হয়েছে কার্ডিফে। আমি সেই ম্যাচ দেখতে গিয়েছিলাম। সে ম্যাচটা আমার কাছে অসাধারণ, অবাস্তব মনে হয়েছে।’

ইংল্যান্ডে থাকলেও সেই ম্যাচটা দেখেনি রোহিত, জানিয়ে বলেন, ‘আমার সেটা দেখা হয়নি। তবে সতীর্থদের সাথে এই নিয়ে কথা হয়েছে।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়