ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জন্মভূমিতে ফিরছে ক্রিকেট

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জন্মভূমিতে ফিরছে ক্রিকেট

সবুজ ঘাসে ফিরছে প্রাণ। ২২ গজে ফিরছে লড়াই। পাক্কা ১১৬ দিন পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সেটাও ক্রিকেটের জন্মভূমিতে।

করোনার প্রকোপ থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। দুই দল বুধবার সাউদাম্পটনের এজেস বোল স্টেডিয়ামে মাঠে নামবে। বাংলাদেশ সময় ৪টায় শুরু হবে দুই দলের মহারণ।

আহ। কতদিন পর ব‌্যাট-বলের ঠুকঠাক শব্দ! টিভির পর্দায় দুই দলকে লড়তে দেখলে হয়তো এ কথাটাই বলবেন? করোনাকালে টিভিতে হাইলাইটস দেখতে দেখতে বিরক্ত। ইউটিউবে পুরোনো খেলার ভিডিও আর কতবার দেখা যায়? ফেসবুকের টাইমলাইনে বারবার আসতে থাকে পুরোনো জয়ের ক্লিপগুলি। সেসব দিন পেছনে ফেলে এবার সামনে এগিয়ে যাওয়ার পালা।

শেষবার দর্শকসহ ক্রিকেট যখন মাঠে গড়িয়েছিল, স্টেডিয়ামে উপস্থিত ছিল ৮৬১৭৪ জন। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের রেকর্ড দর্শক উপস্থিত হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এরপর ১৩ মার্চ অস্ট্রেলিয়া-নিউজিল‌্যান্ড খেলেছিল দর্শকশূন্য স্টেডিয়ামে। এরপর থেমে গেল সব। ব‌্যাট-প‌্যাড তুলে রাখা হলো শোকেসে। আজ সেখান থেকেই শুরুর পালা। বেশ কিছু নিয়ম পরিবর্তন করে আজ মাঠে ফিরছে ক্রিকেট।

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল‌্যান্ডের ক্রিকেটারদের এরই মধ‌্যে করোনা টেস্ট করানো হয়েছে। স্কোয়াডে থাকা সকলেরই করোনা টেস্ট নেগেটিভ এসেছে। তবে ঝুঁকি এড়ানোর জন‌্য টেস্ট চলাকালীন প্রতিদিন সকলের করোনা টেস্ট করা হবে। যদি ম‌্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারের করোনা টেস্ট পজিটিভ আসে তাহলে করোনা সাবস্টিটিউট ব‌্যবহার করা যাবে। কনকাশন সাবের মতো আইসিসি নতুন করে করোনা সাবস্টিটিউট নিয়ম চালু করেছে।

বলের উজ্জ্বলতা ধরে রাখতে থুতু কিংবা লালা ব‌্যবহার করতে পারবেন না বোলাররা। শুধুমাত্র ঘাম ব‌্যবহার করতে পারবেন। যদি কেউ ভুল করে থুতু বা লালা ব‌্যবহার করে, আম্পায়াররা দুইবার সতর্ক করবে। এরপর একই ভুল করলে পাঁচ রান পেনাল্টি। সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হবে সেলিব্রেশন। কনুইয়ে কনুই মিলিয়ে করা যাবে উদযাপন। জড়িয়ে ধরা কিংবা হাত দিয়ে কাউকেই স্পর্শ করা যাবে না। ২০০২ সালের পর টেস্ট ম্যাচে স্বাগতিক দেশের দুইজন আম্পায়ার মাঠে ম্যাচ পরিচালনা করতে পারেননি। করোনার কারণে এবার ম‌্যাচ পরিচালনার দায়িত্ব পড়েছে স্থানীয় আম্পায়ারদের ওপর।

দুই দল এরই মধ‌্যে প্রস্তুতি শেষ করেছে। নিজেদের মধ‌্যে দুই দলই খেলেছে প্রস্তুতি ম‌্যাচ। এবার মাঠে নামার পালা। ইংল‌্যান্ডকে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় বেন স্টোকস। নিয়মিত অধিনায়ক জো রুট সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন।

ইংল‌্যান্ডের গ‌্যালারি মানেই উন্মাদনা। ক্রিকেটের নেশায় মত্ত থাকা দর্শকরা এক সেকেন্ডের জন‌্য ছাড় দেন না। সেখানে বুধবার খেলা হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। কী করার? ক্রিকেট ফেরাতে আইসিসি এমন গাইডলাইন যে দিয়েছে আগেই। সেগুলি অনুসরণ করেই তো জীবাণুমুক্ত পরিবেশে, দর্শকশূন‌্য স্টেডিয়ামে ফিরছে ক্রিকেট। তবে আয়োজকরা ভিন্ন ব‌্যবস্থাও করেছে। মাঠের উন্মাদনা রাখতে নকল শব্দের ব‌্যবস্থা করেছে। এবার শুধু মাঠে ব‌্যাট বলের লড়াই দেখার অপেক্ষা।

 

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়