ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অস্ট্রেলিয়া সফর ঘিরে অদ্ভুত চাওয়া সৌরভ গাঙ্গুলির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়া সফর ঘিরে অদ্ভুত চাওয়া সৌরভ গাঙ্গুলির

আন্তর্জাতিক ক্রিকেটের সূচি অনুযায়ী চলতি বছরের শেষ দিকে চার ম্যাচের গাভাস্কার-বোর্ডার ট্রফি খেলার জন্য অস্ট্রেলিয়াতে পাড়ি জমাবে ভারতীয় ক্রিকেট দল। বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি অস্ট্রেলিয়া সফরের নিশ্চয়তা দিলেও অদ্ভুত এক দাবি করে বসলেন। সফরে গিয়ে ক্রিকেটাররা শুরুতে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করুক, এমনটা চাইছেন না সৌরভ।

করোনাভাইরাস বাস্তবতায় বর্তমানে এক দেশ থেকে অন্য দেশে সফরে গেলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে চলতে হয়। ইংল্যান্ড সফরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল পরিপূর্ণ কোয়ারেন্টাইন শেষে বর্তমানে সিরিজ খেলছে। এদিকে আগস্টে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলতে যাওয়া পাকিস্তানও মেনে চলেছে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন। তবে এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত অবস্থান বিসিসিআই সভাপতি সৌরভের।

ইন্ডিয়া টুডেতে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘হ্যাঁ, আমরা সেই সফর নিশ্চিত করছি। ডিসেম্বরে আমরা অস্ট্রেলিয়া সফর করবো। তবে আমি আশা করছি আমাদের কোয়ারেন্টাইনের সময়কাল কিছুদিন কমিয়ে দেওয়া হবে।’

এর কারণ ব্যাখ্যা করে সৌরভ আরও যোগ করেন, ‘আমরা চাই না, খেলোয়াড়রা এত লম্বা সফর শেষে, টানা দুই সপ্তাহ হোটেল রুমে কাটিয়ে দিক। এটা খেলোয়াড়দের জন্য খুবই খুবই হতাশার হবে।’

অস্ট্রেলিয়াতে করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে। তবে সম্প্রতি দেশটির দ্বিতীয় বড় শহর মেলবোর্নে হুট করে করোনা আবার মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। তবে সেটা খুব বড় সমস্যা হবে না জানিয়ে সৌরভ আরও যোগ করেন,

‘আমার মতে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড করোনা নিয়ন্ত্রণে অনেক ভালো অবস্থানে আছে। ব্যতিক্রম কেবল মেলবোর্ন। তবে অবস্থা যাই হোক না কেন, আমি আশা করি, খেলোয়াড়দের কোয়ারেন্টাইনের সময়কাল কমানো হবে। আর দ্রুতই আমরা খেলায় ফিরতে পারবো।’

ডিসেম্বর-জানুয়ারিতে চার ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ২০১৮-১৯ মৌসুমে গাভাস্কার-বোর্ডার ট্রফিতে অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ এ সিরিজ জিতেছিল সফরকারি ভারত। তবে সে দলে নিষেধাজ্ঞার কারণে ছিলেন না ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথের মতো অজি তারকারা।

এবারের সফর তাই অনেক কঠিন হতে যাচ্ছে মনে করে সৌরভ আরও বলেন, ‘এটা আমাদের জন্য অনেক কঠিন সিরিজ হতে যাচ্ছে। দুই বছর আগে যা হয়েছে, এবার তেমন কিছু হবে বলে মনে হয় না। আমাদের দলের ব্যাটিং-বোলিং ভালো। তবে আমার মনে হয়, বিদেশের মাটিতে সাফল্যের জন্য ব্যাট হাতে আরও ভালো করতে হবে। আর আমি এই কথা কোহলিকেও বলেছি।’

 

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়