ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৃষ্টিতে খুললো আবু নাসেরের ইনডোরের দুয়ার

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩২, ২১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বৃষ্টিতে খুললো আবু নাসেরের ইনডোরের দুয়ার

ক্রিকেট বোর্ডের অনুমোদনের পর মঙ্গলবার তৃতীয় দিনের মতো খুলনায় ঐচ্ছিক অনুশীলন করেছেন তিন ক্রিকেটার।

তবে এদিন বৃষ্টিতে মাঠে বেশিক্ষণ রানিং করতে পারেননি মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান ও কাজী নুরুল হাসান সোহান। তাদের জন‌্য আজ খুলে দেওয়া হয়েছে শেখ আবু নাসের স্টেডিয়ামের ইনডোর।কঠোর স্বাস্থ্যবিধি মেনে ইনডোরে ব্যাটিং, বোলিং অনুশীলন করেন তারা। তাদের সঙ্গে ছিলেন বিসিবির খুলনা বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু।

সকাল ৯টায় মাঠে অনুশীলন শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে রানিংয়ে নামতে পারেননি কোন ক্রিকেটার। ৪৫ মিনিট পর বৃষ্টি কিছুটা থেমে আসলে তারা মাঠে নামেন। তাদের রানিং চলাকালীন ফের বৃষ্টি শুরু হয়। এরপর ক্রিকেটাররা ইনডোর ব্যবহার করতে চাইলে তাতে মেলে অনুমতি।

শুরুতে রানিং করে নিজেদের গা গরম করেন। এরপর আলাদা আলাদা নেটে ব্যাটিং অনুশীলন করেন তিন ক্রিকেটার। এছাড়া নেটে বোলিং ড্রিল করেন দুই স্পিনার মেহেদী হাসান দুই অফস্পিনার।  মনোয়ার আলী মনু বলেন,‘সকাল থেকে খুলনার আবহাওয়া ভালো ছিলো না। থেমে থেমে বৃষ্টি হয়েছে। পরে ইনডোরে রানিং, ব্যাটিং ও বোলিং করেন খুলনার তিন ক্রিকেটার। অনুশীলনে কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানা হয়েছে।’

খেলা শুরুর আগে নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে ক্রিকেটাররা ফিটনেস ও স্কিলে আগের রূপে ফিরে যাবেন বলে মন্তব‌্য করেছেন এ কোচ। তার ভাষ‌্যে,‘আমার কাছে মনে হয়েছে তিনজনের ফিটনেস লেভেল বেশ ভালো। এই সময়টা কাজে লাগাতে পারলে পরবর্তী সময়ের চ্যালেঞ্জটা তারা জিততে পারবে।’

 

খুলনা/রুবেল/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়