ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ডিআরএস থাকলে আরো আগেই ১০ উইকেট পেতে পারতাম’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘ডিআরএস থাকলে আরো আগেই ১০ উইকেট পেতে পারতাম’

১৯৯৯ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষের টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন অনীল কুম্বলে। অবশ্য অভিযোগ রয়েছে ওই ম্যাচের আম্পায়ার জয়প্রকাশ তার নিজ রাজ্য বেঙ্গালুরুর হওয়ায় কুম্বলে সুবিধা পেয়েছিলেন। সেই সময়ে যদি ডিসিশন রিভিউ সিস্টেম তথা ডিআরএস থাকতো তাহলে কি ১০ উইকেট পেতেন কুম্বলে?

ভারতের সাবেক এই কোচ এ বিষয়ে বলেছেন ডিআরএস থাকলে আরো আগেই তিনি ১০ উইকেট পেতে পারতেন।  

কুম্বলে বলেছেন— তখন যদি ডিআরএস থাকতো তাহলে সবগুলোই আউট হতো। পরিস্কার আউট হতো। তখন যদি ডিআরএস থাকতো তাহলে সম্ভবত আরো আগে আমি ১০ উইকেট পেতে পারতাম। আমার এমনটাই মনে হয়। 

১৯৯৯ সালে দিল্লি টেস্টে ভারতের ছুড়ে দেওয়া ৪২০ রানের টার্গেটে ব্যাট করতে নামে। বিনা উইকেটে ১০১ রান তোলে সফরকারীরা। এরপর উইকেট পরতে শুরু করে। একে একে সবগুলো উইকেটই নেন কুম্বলে। গড়েন ১০ উইকেট নেওয়ার অনন্য এক রেকর্ড। 

৭৪ রানে ১০ উইকেট শিকার করে বীরের বেশে মাঠ ছাড়েন কুম্বলে। আর ভারত ২১২ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। পাকিস্তান অলআউট হয় ২০৭ রানে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়