ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ানডে সুপার লিগের প্রথম সিরিজ ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ওয়ানডে সুপার লিগের প্রথম সিরিজ ইংল্যান্ডের

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। শনিবার রাতে সাউদাম্পটনে ৪ উইকেটে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এ জয়ে ওয়ানডে সুপার লিগের প্রথম সিরিজ জিতল ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের দুই জয় নিয়ে ২০ পয়েন্ট পেয়েছে এউয়ন মরগ্যানের দল।

আগে ব্যাটিং করে আয়ারল্যান্ড ৯ উইকেটে ২১২ রান তোলে। জবাবে ইংল্যান্ড ৩২.৩ ওভারে ৪ উইকেটে জয় নিশ্চিত করে।

দ্বিতীয় ওয়ানডেতে তাদেরকে সহজে যতটা সহজে জিততে দেয়নি আয়ারল্যান্ড। বোলিংয়ে দারুণ প্রতিরোধ গড়ে তোলে আইরিশরা। অবশ্য শুরুতে ব্যাট হাতে ঝড় তোলেন ম্যাচসেরা নির্বাচিত হওয়া জনি বেয়ারস্টো। ২০০ স্ট্রাইক রেটে ৪১ বলে করেন ৮২ রান। ১৪ চার ও ২ ছক্কায় মাঠ মাতান উইকেট রক্ষক এ ব্যাটসম্যান। একপ্রান্তে বেয়ারস্টো রানের চাকা সচল রাখলেও অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিলে ছিলেন জেসন রয় (০), জেমস ভিঞ্চ (১৬), টম ব্যানটন (১৫), মরগ্যান (০) ও মঈন আলীরা (০)।

বেয়ারস্টো দারুণ ব্যাটিং করলেও সেঞ্চুরির স্বাদ পাননি। ৮২ বলে লিটলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আক্ষেপে পুড়েন। এর আগে ২১ বলে হাফ সেঞ্চুরি ছুঁয়ে ইংল্যান্ডের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন। পাশাপাশি এ ইনিংস খেলার পথে তিন হাজার রান পূর্ণ করেছেন। পঞ্চম দ্রুততম (৭২ ইনিংস) ব্যাটসম্যান হিসেবে এ রেকর্ড গড়েন বেয়ারস্টো।

ইংল্যান্ড জয় পায় সপ্তম উইকেট জুটিতে। স্যাম বিলিংস ও ডেভিড উইলির অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটিতে তাদেরকে জয়ের বন্দরে নিয়ে যায়। আয়ারল্যান্ডের হয়ে বল হাতে লিটল ৩টি ও ক্যাম্পার ২টি উইকেট নেন।

এর আগে আয়ারল্যান্ডের হয়ে ব্যাট হাতে প্রায় একাই লড়াই করেন ক্যাম্পার। সর্বোচ্চ ৬৮ রান আসে তার ব্যাট থেকে। ৮৭ বলে ৮ বাউন্ডারিতে ইনিংসটি খেলেন। এছাড়া টেক্টর ২৮, সিমি সিং ২৫ ও ম্যাকবিরনে ২৪ রান করেন।

৫ আগস্ট সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ এড়াতে পারে কিনা সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়