ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে অবসর নিতে চেয়েছিলেন ব্রড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে অবসর নিতে চেয়েছিলেন ব্রড

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে স্টুয়ার্ড ব্রডকে নেওয়া হয়নি। এতে ভীষণ হতাশ হন তিনি। এমনকী একটা পর্যায়ে অবসর নেওয়ার কথাও ভেবে ফেলেন। অবশ্য পরের দুই টেস্টে তাকে নেওয়া হয় এবং দুই ম্যাচে ১৬ উইকেট শিকার করে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। 

ব্রড বলেন— আমার মাথায় কি অবসর নেওয়ার চিন্তা ঘুরছিল? ১০০ ভাগ সত্য, ঘুরছিল। কারণ আমি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলাম। আমি খেলবো এমনটাই ভেবে রেখেছিলাম প্রথম টেস্টের আগে। যদিও এটা খুবই ভয়ঙ্কর ভাবনা। তবে এটা বলবো যে আমি দলে সুযোগ পাওয়ার যোগ্য। কিন্তু বেন স্টোকস যখন আমাকে বললো যে আমি খেলছি না, তখন শরীর কেঁপে উঠলো। আমি ঠিক কথা বলতে পারছিলাম না। আমি দুইদিন ঘুমাতে পারিনি। হোটেল থেকে বের হইনি। আমি যে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম তাতে যেকোনো সিদ্ধান্ত নিতে পারতাম।

এরপর অবশ্য দ্বিতীয় টেস্টের সেরা একাদশে সুযোগ পান ব্রড। পান তৃতীয় টেস্টেও। দুই টেস্টে ১০.৯৩ গড়ে ১৬ উইকেট নেন।

ব্রড ইংল্যান্ডের হয়ে ১৪০টি টেস্ট খেলেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ছয়জন বোলার তার চেয়ে বেশি উইকেট পেয়েছে। ৫০১ উইকেট শিকার করা ব্রড এবার চোখ রেখেছেন ৬০০ উইকেট শিকারের মাইলফলকে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়