ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আইপিএল আয়োজনে সরকারের সবুজ সংকেত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আইপিএল আয়োজনে সরকারের সবুজ সংকেত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনে আর কোনো বাধা থাকলো না। রোববার (২ আগস্ট) ভারত সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছে আইপিএল কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টির এ মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।

রোববারের বৈঠকে সিদ্ধান্ত হয়, সর্বোচ্চ ২৪ জন খেলোয়াড় স্কোয়াডে রাখতে পারবেন ফ্র্যাঞ্চাইজিরা। এছাড়া করোনার কারণে অগণিত বদলি ক্রিকেটার রাখা যাবে। ত্রয়োদশ আইপিএলের পুরো মৌসুম শেষ হতে লাগবে ৫৩ দিন। শেষ দুই আসরের থেকে দুইদিন বেশি লাগছে এবার।

ডাবল লিগ পদ্ধতিতে আট দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দুবাই, আবুধাবি ও শারজাহতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দিনের ম্যাচ শুরু হবে দুপুর ৩টা ৩০ মিনিটে। রাতের ম্যাচ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ইএসক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ফ্রাঞ্চাইজিদের কাছে টুর্নামেন্টের ফিক্সচার পাঠাবে আইপিএল গভর্নিং কাউন্সিল।

টুর্নামেন্টের প্রথম লেগের ম্যাচ হবে ক্লোজডোরে। দ্বিতীয় লেগে ৩০ থেকে ৫০ শতাংশ দর্শককে স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেবে।

এর আগেও সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করেছিল ভারত। ২০১৪ সালে জেনালের নির্বাচনের সময় কোহলি, রোহিতরা টি-টোয়েন্টি মাতিয়েছিল ইউএইতে। একই কারণে ২০০৯ সালের আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়