ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তামিম কোয়ারেন্টাইনে, ক্রিকেটাররা ফিরছেন ৮ আগস্ট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তামিম কোয়ারেন্টাইনে, ক্রিকেটাররা ফিরছেন ৮ আগস্ট

চিকিৎসার জন্য গত ২৫ জুলাই লন্ডনে গিয়েছিলেন তামিম ইকবাল। প্রাথমিক চিকিৎসা ও একাধিক জটিল পরীক্ষা করিয়ে ঈদের সকালে দেশে ফেরেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। ১৪ দিন আইসোলেশনে থাকবেন এ ক্রিকেটার। সেজন্য ঐচ্ছিক অনুশীলনের দ্বিতীয় পর্বে যোগ দিতে পারছেন না বাঁহাতি ওপেনার।

ঈদের ছুটি শেষে আগামী ৮ আগস্ট ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলনের দ্বিতীয় পর্ব শুরু করবে। মিরপুর হোম অব ক্রিকেট সহ, খুলনা, রাজশাহী ও সিলেট স্টেডিয়ামের দুয়ার খুলে দেওয়া হবে ক্রিকেটারদের জন্য। মিরপুরে প্রথম পর্বে মুশফিক, মিথুন, ইমরুল, শফিউল, তাসকিনরা কাজ করেছেন। ছুটি কাটিয়ে তারা আবারও অনুশীলনে ফিরবেন এমনটাই ধারণা বিসিবির। কোন কোন ক্রিকেটার কোথায় অনুশীলন করতে আগ্রহী তা জানতে ক্রিকেটারদের কাছে বার্তা পাঠিয়েছে বিসিবি। সেই মাফিক সূচি প্রস্তুত করে তাদের আবার মাঠে ফেরাবে বিসিবি।

বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী গণমাধ্যমে বলেছেন,‘শনিবার থেকে আবারও ঐচ্ছিক অনুশীলন পরব শুরু হচ্ছে। গত মাসে যেটা শুরু হয়েছিল সেভাবেই চলবে। এবার হয়তো আরও ক্রিকেটার অনুশীলনে যোগ দেবে। আমরা আগের মতো পরিকল্পনা সাজাবো। একই সেট আপ থাকবে। শুধুমাত্র খেলোয়াড়দের সংখ্যা বাড়ছে। এজন্য সাপোর্টিং স্টাফও বাড়ানো হতে পারে। মাঠে যারাই আসুক না কেন প্রত্যেককে স্বাস্থ্যবিধি মানতেই হবে।’

অক্টোবরে জাতীয় দলের শ্রীলঙ্কা সফর হতে পারে। তিন টেস্টের সঙ্গে খেলতে পারে তিন টি-টোয়েন্টি। বিসিবির এইচপির দলও যেতে পারে দ্বীপরাষ্ট্রে। এজন্য ৩৫ ক্রিকেটার নিয়ে মধ্য আগস্টে কন্ডিশনিং ক্যাম্প শুরু করার পরিকল্পনা আছে বিসিবির।

জাতীয় দলের ট্রেনিং নিয়ে দেবাশীস চৌধুরী বলেন,‘জাতীয় দলের অনুশীলনের জন্য আমাদের একেবারেই ভিন্ন পরিকল্পনা ও সেট আপ নিয়ে মাঠে নামতে হবে। আমাদেরকে জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্রিকেটার এবং অন্যান্য লজিস্টিক সাপোর্টে যারা থাকবে তাদের আইসোলেশনে রেখে মাঠে ফেরাতে হবে।’

তবে বিশেষ সূত্রে পাওয়া খবর, অক্টোবরে শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হলে জাতীয় দল দেশের মাটিতে একসঙ্গে অনুশীলন করবে না। জাতীয় দলের ক্যাম্পটি হবে শ্রীলঙ্কাতে। সেখানে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচের পর মূল মঞ্চে মাঠে নামবে। প্রায় একই ধারণা দিলেন দেবাশীস চৌধুরী,‘যদি শ্রীলঙ্কা সফর হয় তাহলে ক্রিকেটারদের প্রায় তিন মাস দেশের বাইরে থাকতে হবে। ওখানে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর দীর্ঘ সিরিজ।’

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়