ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বেল নেই, আছেন নিষিদ্ধ রামোস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বেল নেই, আছেন নিষিদ্ধ রামোস

লিগ শিরোপা জয়ের পর এবার রিয়াল মাদ্রিদেরর চোখ চ্যাম্পিয়নস লিগে। শেষ ষোলোর দ্বিতীয় লেগে আগামীকাল ৭ আগস্ট তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ ব্যবধানে জিতেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। এবার রিয়ালের প্রতিশোধ নেওয়ার পালা। ইত্তিহাদ স্টেডিয়ামে লড়াইয়ের জন্য বুধবার ২৪ জনের স্কোয়াড ঘোষণা করেছেন জিনেদিন জিদান। রিয়াল বস স্কোয়াডে গ্যারেথ বেলকে না রাখলেও নিষেধাজ্ঞায় থাকা সার্জিও রামোসকে রেখেছেন।

জিনেদিন জিদানের সঙ্গে বেলের সম্পর্ক ভালো যাচ্ছে না। ম্যাচের পর ম্যাচ তাকে সাইডবেঞ্চে বসিয়ে রাখছেন জিদান। গত ২৪ জুন মাল্লোরোকার বিপক্ষে শেষ খেলেছিলেন বেল। এরপর প্রতিটি ম্যাচে বসে ছিলেন। শেষ কয়েক ম্যাচে তাকে স্কোয়াডেও রাখেননি জিদান।

রিয়ালের অন্যতম সফলতম কোচ বেলকে নিয়ে কি ভাবছেন তা জানাননি। তবে রিয়ালে বেলের ভবিষ্যত অনিশ্চিত তা বলাই যায়। দুই মৌসুম পর লা লিগা শিরোপা জিতেছে রিয়াল। পুরস্কার বিতরণ মঞ্চে বেল উঠেছিলেন ঠিকই। নিয়েছিলেন ব্যক্তিগত মেডেল। কিন্তু এক মুহূর্ত জন্য তাকে হাসিমুখে দেখা যায়নি। শিরোপা উদযাপন করেননি।

সিটির বিপক্ষে প্রথম লেগে রামোস ঘরের মাঠে লাল কার্ড হজম করেছিলেন। এ কারণে দ্বিতীয় লেগ খেলতে পারছেন না রিয়ালের অধিনায়ক। ম্যাচের শেষ সময়ে গ্যাব্রিয়েল জেসুসকে মাটিতে ফেলে দিয়ে কার্ড দেখেন রামোস। এ ম্যাচের ডাগ আউটে বসতে পারবেন না তিনি। তবে ড্রেসিংরুমে থাকতে পারবেন।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়