ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সামনের বছর নাগাদ স্থগিত ভারত-ইংল্যান্ড সিরিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সামনের বছর নাগাদ স্থগিত ভারত-ইংল্যান্ড সিরিজ

ভারতে করোনাভাইরাস কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে বিশ লাখের বেশি। আর মৃত্যুর মিছিল বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজারের কৌঠায়।

এমন অবস্থায় ভারতের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলের সফর অসম্ভব কল্পনা ছাড়া আর কিছু ছিল না। ফলে সীমিত ওভারের সিরিজটি স্থগিত হওয়া একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। সেটিও আসলো এবার। করোনার প্রাদুর্ভাবের কারণে ২০২১ সালের শুরু পর্যন্ত স্থগিত করা হয়েছে ইংল্যান্ডের সীমিত ওভার ক্রিকেটের ভারত সফর।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, সেপ্টেম্বরে ভারতে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার কথা ছিল ইংল্যান্ডের। দুই দেশের ক্রিকেট বোর্ড শুক্রবার আলাদা বিবৃতিতে সিরিজ স্থগিত করার কথা জানিয়েছে।

আলোচনা সাপেক্ষে সিরিজের পরবর্তী দিনক্ষণ ঠিক করবে বিসিসিআই ও ইসিবি। এদিকে বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ২০২১ সালের জানুয়ারির শেষ দিক থেকে মার্চ পর্যন্ত ভারতের মাটিতে তিন সংস্করণেই সিরিজটি খেলার কথা ভাবছে তারা।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়