ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফুটবলের পর এবার করোনার হানা হকির ক্যাম্পেও

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফুটবলের পর এবার করোনার হানা হকির ক্যাম্পেও

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পর এবার করোনা আঘাত হেনেছে হকির ক্যাম্পেও। অনূর্ধ্ব-২১ দলের ক্যাম্পের ১৬ জন খেলোয়াড়ের মধ্যে দুইজনের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে হকি ফেডারেশন।

আক্রান্ত দুইজন হকি খেলোয়াড় হচ্ছেন রাকিবুল হাসান ও ওবায়দুর রহমান।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে করোনার ছড়াছড়ি বলা চলে। ২৫ জনের মধ্যে প্রায় ১৮ জনের মতো করোনায় আক্রান্ত বলে খবর ছড়িয়েছে। যার ফলে দলের সবার নতুন করে করোনা টেস্ট করে সবাইকে আইসোলেশনে রাখা হবে।

তবে সে হিসেবে অনেকটাই স্বস্তি হকি ক্যাম্পে। স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ হকি ফেডারেশন বিমান বাহিনীর তত্ত্বাবধায়নে এই ফিটনেস ক্যাম্পের উদ্বোধন করেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

সেখানে মোট ২০ জনের অংশ নেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ১৬ জন যোগ দিয়েছেন। তাদের মধ্যে ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘বিকেএসপির দুই খেলোয়াড় রাকিবুল হাসান ও ওবায়দুর রহমান জয়ের করোনা পজিটিভ হয়েছে। বাকি ১৪ জন নিয়ে রোববার বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে শুরু হয়েছে। করোনা পজিটিভ দুইজনকেই বিমান বাহিনীর ঘাঁটিতেই আইসোলেশনে রাখা হয়েছে।’

আগামী মঙ্গলবার বাকি চারজনও ক্যাম্পে যোগ দেওয়ার জন্য রিপোর্ট করবেন। তবে তার পূর্বে করোনা টেস্টের সামনে পড়তে হবে তাদেরও।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়