ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘খুব ভুল না করলে বার্সেলোনার বিপক্ষে জিতবে বায়ার্ন’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৩, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘খুব ভুল না করলে বার্সেলোনার বিপক্ষে জিতবে বায়ার্ন’

করোনা সঙ্কট কাটিয়ে চ্যাম্পিয়নস লিগের খেলা মাঠে ফিরেছে। ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালের আট দলও নিশ্চিত হয়ে গেছে। আর কোয়ার্টার ফাইনালে লড়বে দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে আলাদা দুই ম্যাচে দ্বিতীয় লেগে জয় তুলে নিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে এই দুই দল। লিওনেল মেসির জাদুতে বার্সেলোনা নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে নিশ্চিত করেছে শেষ আট। অপরদিকে চেলসিকে দুই লেগ মিলিয়ে ৭-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে নাম লেখায় বায়ার্ন। ইতিমধ্যে শেষ চারের লড়াইয়ের আগে উত্তাপ ছড়ানো শুরু হয়েছে ম্যাচটি ঘিরে। জার্মানির বিশ্বকাপ জয়ী সাবেক খেলোয়াড় লোথার ম্যাথিউসের বাজি নিজের সাবেক ক্লাব বায়ার্নের পক্ষে। তিনি মনে করেন, বার্সেলোনার কাছে হারতে হলে ভুলে ভরা এক ম্যাচ খেলতে হবে বায়ার্নকে! তবে দুই লেগের খেলা হবে না বলে ফিফটি ফিফটি সুযোগ আছে দুই দলের, এমনটাও জানিয়েছেন ম্যাথিউস। স্কাই জার্মানিকে দেওয়া সাক্ষাৎকারে বায়ার্নকে পরিষ্কার ফেভারিট জানিয়ে ম্যাথিউস বলেন, ‘একটা ম্যাচে সেরা পর্যায়ের পারফরম্যান্স করার মতো মান অবশ্যই বার্সেলোনার আছে। তাদের সামর্থ্য আছে জেতার। কিন্তু আমি মনে করি, এই বার্সেলোনার কাছে হারতে হলে বায়ার্নকে অনেক ভুল এবং অনেক কাজ বাজেভাবে করতে হবে।’ তবে এক লেগের ম্যাচে ফিফটি-ফিফটি সুযোগ আছে জানিয়ে ম্যাথিউস আরও যোগ করেন, ‘এক ম্যাচের খেলায় যেকোনো কিছু হতে পারে। দুই দলের সুযোগ ফিফটি-ফিফটি। যে বাজে খেলবে সে ছিটকে যেতে হবে। দুই লেগের ম্যাচে ভুলভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ থাকে। কিন্তু এখানে বিষয়টি তেমন নয়।’ পর্তুগালের লিসবনে আগামী শুক্রবার কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন ও বার্সেলোনা।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়