ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভালো বলে ছয় হলে ধোনি হাততালি দিতো: মুরালিধরন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভালো বলে ছয় হলে ধোনি হাততালি দিতো: মুরালিধরন

অদ্ভুত চরিত্রের কারণে অনেকবারই খবরের শিরোনাম হয়েছেন মাহেন্দ্র সিং ধোনি। এবার তার সম্পর্কে নতুন কিছু জানালেন শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।

অফস্পিনার জানালেন, ভালো বলে ছয় হলে ধোনি হাততালি দিতেন। পরের বলে উইকেট নেওয়ার উৎসাহ দিতেন। পাশাপাশি বোলারকে নিজের মতো করে ফিল্ডিং সাজানোর স্বাধীনতা দিতেন।

মুরালিধরন ধোনির সঙ্গে খেলেছেন চেন্নাই সুপার কিংসে। এছাড়া এশিয়া একাদশের হয়ে তিনেক ওয়ানডে ম্যাচ খেলেছেন। আইপিএলে বেশি সময় একসঙ্গে থাকায় ধোনিকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল মুরালিধরনের। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিয়ে তার মূল্যায়ন, ‘২০০৭ সালে ভারত তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল, তখন ধোনি একেবারেই তরুণ। ধোনির নেৃতত্বে আমি চেন্নাইয়ে খেলেছি। ভালো বলে ছয় হলে ধোনি হাততালি দিতো। বোলারকে নিজ থেকেই বলে, ‘‘বলটা ভালো ছিল। কোনো সমস্যা নেই। একই বল আবার করেও ছক্কা খেতে পারো। ব্যাটসম্যানের ছক্কা মারতে কষ্ট করতে হবে।’’’

২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ধোনির নেতৃত্বে তিন আইপিএল খেলেছেন মুরালিধরন। এ সময়ে ৪০ উইকেট পেয়েছেন অফস্পিনার। ধোনির আরেকটি গুণও মুরালিধরন তুলে ধরেন। তার ভাষ্যে, ‘ধোনি নিজ থেকে অনেক সুনাম করতে পছন্দ করে। কিন্তু ওই খেলোয়াড়কে একা ডেকে তার প্রশংসা করে। আবার বকাঝকা করলেও একা ডেকে নেয়। সবার সামনে সব কিছু করতে হবে এমনটায় বিশ্বাসী নয় সে। এজন্যই সে হয়তো এতোটা সফল।’

১৩০০ এর উপরে আন্তর্জাতিক উইকেট পাওয়া মুরালিধরন মনে করেন ধোনির সফলতার পেছনে সবচেয়ে বড় উপদান কাজ করে তার ধৈর্য এবং সবার কথা গুরুত্ব দেওয়ার মনোভাব। তার মতে, ‘ধোনি ধীরস্থির থাকতে পছন্দ করে। এটা অধিনায়কের জন্য প্লাস পয়েন্ট। সে যখন তরুণ ছিল তখন সিনিয়রদের কথা শুনতো। যখন সিনিয়র হলো তখন জুনিয়রদের কথা শুনতো। প্রত্যেকের কথা শুনতো, গুরুত্ব দিতো। অধিনায়ক হলে হলে এরকমই হওয়া উচিত।’

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়