ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নাঈমের ছন্দে ফেরার লড়াই (ভিডিও)

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নাঈমের ছন্দে ফেরার লড়াই (ভিডিও)

ঐচ্ছিক অনুশীলনে ফিরে নাঈম হাসান বেশ খুশি। কিন্তু চার দেয়ালের বাধা টপকে সবুজ ঘাসে ফিরে স্বস্তি পাচ্ছিলেন না জাতীয় দলের এ স্পিনার। ২২ গজে বোলিং করতে জোর পাচ্ছিলেন না। পা এলোমেলো হয়ে যাচ্ছিল। বলে ছিল না ছন্দ।

সব মিলিয়ে চার মাস পর বোলিংয়ে ফিরে ডানহাতি অফস্পিনার রীতিমত ভুগছিলেন। তবে প্রতিকূল পরিস্থিতিতে আশাহত নন তরুণ তুর্কী। তার বিশ্বাস কিছুদিন টানা বোলিং করলেই পুরোনো ছন্দ ফিরে পাবেন। ঈদের আগে প্রথম পর্বে অনুশীলনে ফিরতে চেয়েছিলেন। কিন্তু চট্টগ্রামের ছেলেকে গৃহবন্দি করে রাখে বেরসিক বৃষ্টি।

দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত তেমন কিছুর মুখোমুখি হননি। দুইদিন হলো চট্টগ্রামের জহুর আহমেদে অনুশীলন করছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন আরো দুই চট্টগ্রামের ছেলে ইয়াসির আলী রাব্বী ও ইরফান শুক্কুর। তিনজন পালাক্রমে জহুর আহমেদের সুযোগ-সুবিধা ভোগ করছেন।

দ্বিতীয় দিনের অনুশীলন শেষে নাঈম বলেন, ‘চারমাস পর অনুশীলনে এসেছি। অনুশীলনে এসে খুব ভালো লাগছে। আসলে লম্বা সময় ধরে মাঠে এসে অনুশীলন করা হয়নি। বাসার মধ্যে ফিটনেস ধরে রাখার জন্য জিম, রানিং যতটুকু পেরেছি; চেষ্টা করে গেছি। এখন মাঠে এসে খুব ভালো লাগছে। আমাদের তো আসলে সবসময় মাঠে থাকা হয়। তবে লম্বা সময় পর মাঠে আসার কারণে শুরুতে সবকিছু একটু নতুন নতুন লাগছিল।’

নিজের অনুশীলন পর্ব নিয়ে নাঈম যোগ করেন, ‘প্রথম ধাপে আমরা কেবল রানিং এবং জিমের কাজ করেছিলাম। যার কারণে ফিটনেসেও উন্নতি হয়েছিল। এখন ঈদের পর থেকে বোলিং করার সুযোগও মিলছে। এখানেও চেষ্টা করছি উন্নতি করার।’

বোলিংয়ে ছন্দ ফিরে পেতে লড়াই করছেন এ স্পিনার। জাতীয় দলের হয়ে ৫ টেস্টে ১৯ উইকেট নেওয়া স্পিনার বিশ্বাস করেন দ্রুত স্বরূপে ফিরতে পারবেন। তার ভাষ্যে, ‘শুরুতে বোলিং করতে একটু অস্বস্তি লেগেছিল। তবে আশা করি, ধারাবাহিকভাবে অনুশীলন করলে বোলিং আবার ছন্দে চলে আসবে।’

ঢাকা/ইয়াসিন/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়