ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পারফরম্যান্সে হতাশ হলেও অবসর নিয়ে ভাবছেন না অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পারফরম্যান্সে হতাশ হলেও অবসর নিয়ে ভাবছেন না অ্যান্ডারসন

টেস্ট ক্রিকেটে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। পরিসংখ্যান কথা বলে অ্যান্ডারসনের পক্ষেই। টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারী (৫৯০) পেসার তিনি। আপাতত তার কাছাকাছি নেই আর কেউই।

তবুও এই ক্রিকেটারের দলে থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠছে। এর পেছনে বড় কারণ অবশ্য পারফরম্যান্স। শেষ তিন ম্যাচে ৩৮ বছর বয়সী এই পেসার পেয়েছেন মাত্র ৬ উইকেট। আর তাতেই অবসরের মতো কথাও উঠছে অ্যান্ডারসনকে ঘিরে। ইংলিশ মিডিয়ায় গুঞ্জণ উঠেছে পাকিস্তান সিরিজ শেষে অবসর নেবেন তিনি।

তবে সংবাদমাধ্যমের এমন গুঞ্জণ উড়িয়ে দিয়েছেন অ্যান্ডারসন। ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ হলেও অবসরের কথা ভাবছেন না তিনি, এমনটাই জানিয়েছেন অ্যান্ডারসন। বরং এখনো খেলার ক্ষুধাটা রয়ে গেছে বলেও জানিয়েছেন এই ইংলিশ পেসার।

তার ভাষ্যে, ‘আমি অবসর নিয়ে ভাবছি না। আমি যতখানি সম্ভব খেলতে চাই। এখনও খেলার ক্ষুধাটা আছে আমার। এমনকি সামনের অ্যাশেজও খেলতে চাই। তবে এই মুহূর্তে আমি এটি নিয়ে ভাবছি না।’

‘ব্যক্তিগতভাবে গত সপ্তাহটা খুব হতাশার ছিল আমার জন্য। কারণ আমি ভাল বোলিং করিনি, আমার মনে হয়েছে আমি ছন্দে নেই। হয়তো শেষ ১০ বছরে প্রথমবারের মতো আমি একটু আবেগী হয়ে পড়েছিলাম মাঠে, হতাশ হওয়া শুরু করেছিলাম, এবং এগুলো আমাকে একটু পেয়ে বসছিল।’

তবে এই মুহূর্তে সামনের সাউদাম্পটনের টেস্টের দিকে নজর অ্যান্ডারসনের। এছাড়াও প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার ইচ্ছা ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের। যদিও ব্যক্তিগত মাইলফলকের চেয়েও দলের জয়ে অবদান রাখতে মুখিয়ে আছেন জানিয়ে অ্যান্ডারসন আরও যোগ করেন,

‘আমার জন্য ব্যাপারটা এখন সাউদাম্পটনে যাওয়া, পরের দিনগুলিতে কঠোর পরিশ্রম করা, টেকনিক্যাল কোনও ঝামেলা আছে কিনা সেটি বের করে ঠিক করার। টেস্ট ক্রিকেট খেলতে যা প্রয়োজন, আমার এখনও তা আছে; আমি এটি প্রমাণ করতে চাই।’

‘এছাড়াও আমি যদি ৬০০ উইকেট পাই, তাহলে সেটা দারুণ হবে। তবে যদি না পাই, তাহলে যা পেয়েছি তাতেই খুশি। তবে আমি আরও ভাল করতে চাই, ইংল্যান্ডকে ম্যাচ জেতাতে চাই।’

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়