ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফিরছেন এমবাপ্পে, সঙ্গী নেইমার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফিরছেন এমবাপ্পে, সঙ্গী নেইমার

২৪ জুলাই ফ্রেঞ্চ কাপের ফাইনালে গোড়ালির ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আতালান্তার বিপক্ষে ম্যাচে এই স্ট্রাইকারকে পাওয়ার আশা প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কোচ থমাস টুখেলের।

এদিকে দলের অন্যতম ভরসা, বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার এই ম্যাচে জ্বলে উঠবেন, এমনটাই আশা এই জার্মান কোচের।

চ্যাম্পিয়নস লিগের শেষ চারে ওঠার লড়াইয়ে আজ রাত ১টায় পর্তুগালের লিসবনে মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি এবং ইতালিয়ান ক্লাব আতালান্তা। আর এই ম্যাচে নেইমার-এমবাপ্পে জুটিতে ভরসা করে সেমিফাইনাল নিশ্চিত করবে দল এমনটাই আশা পিএসজির কোচের।

গত মাসে ফ্রেঞ্চ কাপের ফাইনালে সেইন্ট এতিয়েনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে গোড়ালির চোটে পড়েন এমবাপ্পে। আঘাত গুরুতর হওয়ায় এমবাপ্পেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকার পরামর্শ দেন দলের মেডিকেল টিম।

সে হিসেবে আতালান্তার বিপক্ষে ম্যাচে ২১ বছর বয়সী এই স্ট্রাইকারকে দেখার সম্ভাবনা ছিল প্রায় শূন্যের কৌঠায়। তবে সময়ের আগেই সুস্থ হয়ে উঠছেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পে।

ইতিমধ্যে দলের সঙ্গে অনুশীলনেও যোগ দিয়েছেন এমবাপ্পে। অনুশীলনে তাকে পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দলটির কোচ টুখেল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন,

‘এমবাপ্পেকে অনুশীলনে পাওয়ায় আমরা দারুণ খুশি। আমরা আশা করছি, কোয়ার্টার ফাইনালে আতালান্তার বিপক্ষে তাকে নিয়ে ম্যাচ শেষ করতে পারবো আমরা।’
তবে এমবাপ্পেকে খেলানো উচিত হবে কিনা? এমন প্রশ্নও উঠেছে। এ নিয়ে কোচ টুখেল আরও যোগ করেন, ‘যদি সে অনুশীলনে ভালো অনুভব করে, কোনো সমস্যা অনুভব না করে; এবং অবশ্যই অস্বাভাবিক কিছু না ঘটলে সে (এমবাপ্পে) ম্যাচে দলের সঙ্গে থাকবে।’

এদিকে এই ম্যাচে এমবাপ্পে ফিরলে নেইমারের উপর কিছুটা চাপ কমবে বলে মনে করেন কোচ। তবে চাপ নিয়ে খেলতে অভ্যস্ত নেইমার, এমনটা দাবি করে টুখেল বলেন,

‘নেইমারের উপর সবসময় চাপ থাকে। আর সে (নেইমার) চাপ নিয়ে খেলতেই অভ্যস্ত। এই ম্যাচে প্রধান খেলোয়াড় হয়ে উঠতে পারেন নেইমার। তার মধ্যে সে গুণ আছে। তবে তার জন্য ভালো খবর হচ্ছে এমবাপ্পে দলে ফিরছে। এছাড়াও তারা দুইজনেই মাঠে একে অপরের সঙ্গ উপভোগ করে। আমি তাদের উপর ভরসা করে আছি।’

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়