ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইংল্যান্ডে গিয়েও দলের বিপত্তির কারণ হাফিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ১২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইংল্যান্ডে গিয়েও দলের বিপত্তির কারণ হাফিজ

পাকিস্তানের ইংল্যান্ড সফরের আগে মোহাম্মদ হাফিজের করোনা কাণ্ডে বিরক্ত হয়ে পড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার ইংল্যান্ডে গিয়েও দলের বিপত্তির কারণ হয়ে উঠলেন বর্ষীয়ান এই ক্রিকেটার।

করোনার এই সময় দলের বায়োসিকিউরিটি প্রোটোকল ভাঙলেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার; এবং করোনা কাণ্ডের মতো এবারও সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই বিষয়ে জানালেন সবাইকে। ফলাফল, পাঁচ দিন সেলফ আইসোলেশনে থাকতে হবে এই পাকিস্তানি ক্রিকেটারকে। এরপর দুইবার করোনা টেস্টে নেগেটিভ হওয়ার মাধ্যমে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

ঘটনা ঘটেছে অ্যাজিয়েস বোলে। সেখানে গলফ কোর্সে ক্রিকেটারদের গলফ খেলার অনুমতি ছিল। তবে বহিরাগত কারো সাথে মেলামেশা ছিল বারণ। কিন্তু হাফিজ গলফ কোর্সে এক বৃদ্ধা মহিলার সাথে দেখা করে ছবি তুলেছেন। এরপর সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,

‘আজ সকালে গলফ কোর্সে অনুপ্রেরণীয় এক নারীর সঙ্গে দেখা হলো। তার বয়স ৯০-এর বেশি এবং সুস্থ ও সুখী জীবনের অধিকারী। সুন্দর স্বাস্থ্যকর রুটিন।’

তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম এই বিষয়ে আপত্তি জানিয়েছে পিসিবি বরাবর। পরবর্তী সময়ে পিসিবি এক বিবৃতিতে হাফিজের আইসোলেশনের বিষয়টি নিশ্চিত করে লিখেছে,

‘এটা একটা অনাকাঙ্খিত ভুল। তবে ছবিতে দেখা যাচ্ছে হাফিজ দুই মিটার দূরত্ব মেনে চলেছিল। তবুও সে এখন পাঁচদিনের আইসোলেশনে আছে। দুটি করোনা টেস্টে নেগেটিভ আসলে আবার দলের সঙ্গে যোগ দেবেন হাফিজ।’

এদিকে পাকিস্তানে থাকতে পিসিবির করা করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসা সত্ত্বেও নিজ উদ্যোগে আলাদা করে টেস্ট করেছিলেন হাফিজ। যেখানে রিপোর্ট নেগেটিভ আসায় সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিতর্কের সৃষ্টি করেছিলেন হাফিজ।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়