ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যে প্রক্রিয়ায় তামিম, মুমিনুলদের শ্রীলঙ্কা সফর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যে প্রক্রিয়ায় তামিম, মুমিনুলদের শ্রীলঙ্কা সফর

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে অক্টোবরে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ‌্যাম্পিয়নশিপের তিন ম‌্যাচ খেলবে। শ্রীলঙ্কার বিমানে ওঠার আগে জাতীয় দলের ক্রিকেটারদের কঠিন প্রক্রিয়ার মধ‌্য দিয়ে যেতে হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরের জন‌্য ক‌্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের তিনবার করোনা টেস্ট হবে। তাদেরকে পাঁচ তারকা হোটেল বা ফ্ল‌্যাটে আইসোলেশনে রাখা হবে। যারা তিনবার করোনা টেস্টে নেগেটিভ আসবে শুধুমাত্র তাদেরকেই দ্বীপরাষ্ট্রে ভ্রমণের অনুমতি দেবে বিসিবি। দীর্ঘ এ প্রক্রিয়া কিছুদিনের মধ‌্যে শুরু হবে বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।

শনিবার মিরপুরে নাজমুল হাসান বলেন, ‘ক্রিকেটাররা বাড়িতে থাকতেই ব‌্যক্তিগতভাবে টেস্ট করিয়ে আসবে। আমাদের ব‌্যবস্থাপনায় নির্দিষ্ট ল‌্যাবে টেস্ট করাবে। আশা করবো সবাই নেগেটিভ হবে। যারা নেগেটিভ তাদেরকে আমরা ক‌্যাম্পে ডাকবো। ক‌্যাম্পে আসার সাথে সাথে আমরা আরেকবার টেস্ট করাবো। তিনদিন পর হবে তৃতীয় টেস্ট।’

যাদের ক‌্যাম্পে ডাকা হবে তাদেরকে রাখা হবে আইসোলেশনে। সেখানে নিয়ম মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন ক্রিকেটাররা।  কোয়ারেন্টাইন পিরিয়ড শেষে শ্রীলঙ্কার বিমানে চড়বেন তামিম, মুমিনুলরা। নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে নাজমুল হাসান বলেন, ‘করোনা প্রকোপ যেন না ছড়ায় সেজন‌্য কড়াকড়ি হতে হবে। আমরা এমন একটা হোটেল চাই, বাসা চাই যেখানে বাইরের কেউ নেই। ফাইভ স্টার হোটেলে যেতে হলে একটা বা দুইটা ফ্লোর পুরোপুরি ওদের জন‌্য আলাদা করতে হবে। ওখানে কোনো ক্লিনার বা অন‌্য কেউ ঢুকতে পারবেন না। যদি থাকে ও, ওই দুই ফ্লোরের ক্লিনার উপরে বা নিচে কোথাও যেতে পারবে না।’

দেশের মাটিতে অনুশীলনের পরিবর্তে শ্রীলঙ্কাতেই অনুশীলনের পক্ষে বিসিবি সভাপতি। তার ভাষ‌্যে, ‘শ্রীলঙ্কায় কয়েকমাস ধরে করোনা পজিটিভি পাওয়া যাচ্ছে না। ওখানে কয়েক মাস যদি ভালো থাকে তাহলে ওখানে যাওয়াই নিরাপদ। ওদেরকে (টিম ম‌্যানেজমেন্ট) পরামর্শ দিয়েছি, এখানে অনুশীলন যতটা কম করে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া। ওখানে যেন বেশি সময় থাকে, বেশি সময় ধরে ক‌্যাম্প করে সেটাই ভালো।’

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়