ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বড় বিপদ থেকে বাঁচলেন গেইল!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২৫ আগস্ট ২০২০   আপডেট: ০৭:৪২, ২৬ আগস্ট ২০২০
বড় বিপদ থেকে বাঁচলেন গেইল!

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। গত শুক্রবার মাস্ক ছাড়া ৩৪তম জন্মদিনের পার্টি উদযাপনের পর জ্যামাইকান এ দৌড়বিদের করোনা পজিটিভ ধরা পড়ে।

সেই জন্মদিনে উপস্থিত ছিলেন আরেক জ্যামাইকান তারকা ক্রিস গেইল। দুইজনের জন্মদিনে নাচের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। বোল্টের করোনা পজিটিভের খবরে বেশ চিন্তায় ছিলেন গেইল। কিছুদিন পরই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এর আগে করোনায় পজিটিভ হলে আইপিএলে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে যেত।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান করা এ ব্যাটসম্যান ভক্তদের সুখবর দিয়েছেন। দুইবার করোনা টেস্ট করিয়েছেন। দুইবারই করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। এখন নিশ্চিন্তে আইপিএলে যোগ দিতে পারছেন গেইল। 

শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছবেন মারকুটে ব্যাটসম্যান। বিমানবন্দরে করোনা পরীক্ষার পর ছয়দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। পরবর্তীতে পাঁচদিনে তিনবার করোনা পরীক্ষা হবে। প্রত্যেকবার করোনা টেস্টে নেগেটিভ আসলেই কিংস ইলাভেন পাঞ্জাবের স্কোয়াডে যোগ দিতে পারবেন গেইল।

গত জানুয়ারিতে শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন গেইল। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠে নেমেছিলেন। এবার সিপিএলে খেলার সুযোগ থাকলেও ব্যক্তিগত কারণে প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করেন।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়