ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাড়িতে গিয়ে চলছে মুশফিকের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ২৫ আগস্ট ২০২০   আপডেট: ১২:৩৪, ২৬ আগস্ট ২০২০
বাড়িতে গিয়ে চলছে মুশফিকের অনুশীলন

করোনার প্রকোপ শুরুর পর ঢাকায় লকডাউনে ছিলেন মুশফিকুর রহিম। সাথে স্ত্রী ও সন্তান থাকলেও তার বাবা-মা ছিল বগুড়ায়। দুইটি ঈদেও মুশফিক ঝুঁকি নিয়ে বাড়িতে যাননি। ফলে বাবা-মার সঙ্গে দেখাও হয়নি।

সেপ্টেম্বরে প্রায় আড়াই মাসের জন্য শ্রীলঙ্কা সফরে যাবেন মুশফিক। দীর্ঘ সময় থাকতে হবে দেশের বাইরে। এজন্য বাবা-মায়ের সঙ্গে দেখা করতে সপ্তাহখানেকের জন্য বগুড়া গিয়েছেন। তবে সেখানেও থামানো যায়নি তাকে। গতকাল বাড়ির সামনের রাস্তায় নিজের রানিং করেছেন। মঙ্গলবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চালিয়েছেন ব্যাটিং অনুশীলন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই মিনিটের সেই ভিডিও দিয়ে মুশফিক লিখেন, ‘সম্ভবত আমাদের দেশের সবচেয়ে ভালো টার্ফ উইকেট। দারুণ সময় কাটালাম। আলহামদুলিল্লাহ।’ পেস বোলারদের পাশাপাশি স্পিন বোলারদের খেলেছেন মুশফিক। দারুণ সব কভার ড্রাইভ, পুল, হুক আর ডাউন দ্য উইকেটে এসে একাধিক শট খেলে নিজেকে ঝালিয়ে নিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান।

স্থানীয় নেট বোলারদের নিয়ে সকাল সাড়ে এগারটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অনুশীলন করেছেন মুশফিক। এ সপ্তাহের পুরোটাই বগুড়ায় অনুশীলন করবেন। নিজ উদ্যোগেই অনুশীলনের সকল ব্যবস্থা করেছেন। নেট বোলার থেকে শুরু করে গ্রাউন্ডসম্যান সকল কিছুর আয়োজন করেছেন নিজে। রোববার জাতীয় দলের এ ক্রিকেটারের ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন টেস্ট হবে অক্টোবর-নভেম্বরে। গত জুলাইয়ে এ সফর হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দুই বোর্ড সিরিজ স্থগিত করে। সেপ্টেম্বরে দ্বীপরাষ্ট্রে যাবে বাংলাদেশ। সেখানেই একমাস চলবে প্রস্তুতি।

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়