ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাথায় আঘাত পেয়ে দল থেকে বাদ স্মিথ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ১১ সেপ্টেম্বর ২০২০  
মাথায় আঘাত পেয়ে দল থেকে বাদ স্মিথ

মার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। সে ম্যাচের দলে ছিলেন স্টিভেন স্মিথ। থাকার কথা ছিল ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচেও। তবে অনুশীলনের সময় মাথায় আঘাত পাওয়ায় সতর্কতার অংশ হিসেবে দল থেকে ছিটকে পড়েছেন দলের সেরা এই ব্যাটসম্যান।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ থেকে শুরু হলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ম্যাচ দিয়ে ওয়ার্ল্ড কাপের সুপার লিগে যাত্রা শুরু করলো অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে দলের সেরা ব্যাটসম্যানকে পাচ্ছে না অজি শিবির।

বৃহস্পতিবার দলের অনুশীলনে ব্যাটিং করার সময় মাথায় আঘাত পান এই অজি ব্যাটসম্যান। অজি দলের এক মুখপাত্র জানিয়েছেন, সতর্কতার অংশ হিসেবে প্রথম ম্যাচের একাদশে নামানো হয়নি স্মিথকে। তবে সামনের ম্যাচে স্মিথকে পাওয়া যাবে কি না, সেই বিষয়ে কিছু বলেনি তারা।

এদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ড বিশ্বকাপজয়ী নয়জন ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজিয়েছে। দলে নেই লিয়াম প্লাঙ্কেট এবং বেন স্টোকস। প্লাঙ্কেট টিম ম্যানেজমেন্টের রাডারের বাইরে আছেন। আর স্টোকস বাবার অসুস্থতার জন্য নিউ জিল্যান্ডে অবস্থান করছেন।

এদিকে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়