ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাবেক ক্রিকেটার ফারুকের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ১৭ সেপ্টেম্বর ২০২০  
সাবেক ক্রিকেটার ফারুকের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এএসএম ফারুক গতকাল (১৬ সেপ্টেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

আজ (১৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৭৬ সালে এমসিসির বিপক্ষে তিন দিনের বেসরকারি টেস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন ফারুক। এছাড়াও তিনি মোহামেডানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার নেতৃত্বেই ১৯৭৭-৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা বিজয়ী হয় ঐতিহ্যবাহী মোহামেডান।

খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেয়ার পর দেশের ক্রিকেট বোর্ডের উচ্চপদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছিলেন এএসএম ফারুক। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে তিনি বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেন।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়