ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নতুন চুক্তি করে বিতর্কের মুখে ধোনি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১৮ সেপ্টেম্বর ২০২০  
নতুন চুক্তি করে বিতর্কের মুখে ধোনি

সপ্তাহখানেক পরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার চিরচেনা মাঠে ফিরবেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের পর ২২ গজে আবার দেখা মিলবে ভারতের সর্বকালের সফল অধিনায়ককে। তবে তার আগে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন এই ক্রিকেটার।

সীমান্তে উত্তেজনাকে কেন্দ্র করে ভারত এবং চীনের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে। ভারতীয়রা একে একে চীনা সব পণ্য বর্জন করে চলেছেন। এমনকি প্রবল সমালোচনার মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর চীনা কোম্পানিকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভিভোর সঙ্গে চুক্তি বাতিল করায় একবছরে প্রায় দুইশ কোটি রুপির মতো ক্ষতির মুখে পড়তে হয়েছে বিসিসিআইকে।

অথচ এমন অবস্থায় ধোনি চুক্তি করলেন চীনা মোবাইল কোম্পানি অপ্পোর সঙ্গে। যা নিয়ে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে ভারতীয় সামাজিক যোগাযোগের মাধ্যম। অপ্পোর একটি বিজ্ঞাপনে ধোনিকে দেখা গেছে। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বি দ্য ইনফাইনাইট।’

অপ্পোর পক্ষ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। তাদের টুইট বার্তায় তারা লিখেছে, ‘ক্রিকেট মাঠে যাকে আপনারা মিস করেন, সেই এমএস ধোনি সমস্ত বাধাবিপত্তি পেরিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উদ্দীপ্ত করতে এসেছেন।’ ধোনিও বলেছেন প্রায় একই কথা। এই তারকা ক্রিকেটারের ভাষ্যে, ‘মানুষকে উদ্দীপ্ত করার এই প্রকল্পে থাকতে পেরে রোমাঞ্চিত। অপ্পোর সঙ্গে যুক্ত হওয়া আনন্দের ব্যাপার।’

তবে লাদাখে চীনা সৈন্যদের দ্বারা ভারতীয় সৈন্যদের লাঞ্চিত হওয়া এবং নিহত হওয়ার ঘটনার পর ধোনির এমন কাজের জন্য প্রচুর বিতর্কের সৃষ্টি হচ্ছে। বেশিরভাগ সমর্থকরাই অপ্পোর সেই বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করে লিখছেন, ‘অবিশ্বাস্য।’ অনেকে ধোনিকে নিয়ে লজ্জা প্রকাশ করে লিখেছেন, ‘ধোনির থেকে কী আর কিছু আশা করা যায়? লজ্জা!’

বিতর্ক নিয়ে এখনো চুপ আছেন মাহেন্দ্র সিং ধোনি। তবে প্রবল সমালোচনার শিকার হতে হবে এই ক্রিকেটারকে, সেটি এক প্রকার নিশ্চিত। ভিভোর চুক্তির মতো কী অপ্পোর এই চুক্তিও কী শেষ পর্যন্ত অন্ধকারে হারিয়ে যায় কিনা, সেটিই এখন দেখার।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়