ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেষ মুহূর্তের গোলে টানা দুই জয় আর্সেনালের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৯:২৪, ২০ সেপ্টেম্বর ২০২০
শেষ মুহূর্তের গোলে টানা দুই জয় আর্সেনালের

প্রিমিয়ার লিগের নতুন আসরের প্রথম ম্যাচে ফুলহ্যামের মাঠে ৩-০ গোলের সহজ জয় দেখেছে আর্সেনাল। জয় পেয়েছে ঘরের মাঠে খেলা নিজেদের দ্বিতীয় ম্যাচেও। তবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে জয়সূচক গোলটি আসে খেলার অন্তিম মুহূর্তে। আর এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে মিকেল আর্তেতার দল।

এদিকে তালিকার শীর্ষে আছে এভারটন। ডমিনিক কালভার্ট-লুইনের হ্যাটট্রিকে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ৫-২ গোলে হারানো এভারটনের পয়েন্টও ৬। তবে গোল ব্যবধানে এগিয়ে কার্লো আনচেলত্তির দল। 

এমিরেটস স্টেডিয়ামে শনিবার ম্যাচটিতে বল দখলে এগিয়ে ছিল স্বাগতিক আর্সেনাল। তবে আক্রমণে বেশি ধারালো ছিল ওয়েস্ট হ্যাম শিবির। ম্যাচে ৬৩ শতাংশ বল দখল রেখেও তাই আর্সেনালের গোলমুখে ৭ শটের বিপক্ষে ওয়েস্ট হ্যাম ৩৭ শতাংশ বল দখলে রেখে ১৪টি শট নেয়।

তবে ম্যাচে প্রথম এগিয়ে যায় আর্সেনালই। ম্যাচের ২৫ মিনিটে গানার অধিনায়ক পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের দারুণ ক্রসে হেডে জাল খুঁজে নেন আলেকজান্দ্রে ল্যাকাজেত। প্রথম ম্যাচেও দলের গোলের সূচনা করেছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।

তবে ম্যাচের প্রথমার্ধে খেলায় সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। প্রথমার্ধের শেষ মিনিটে অতিথিদের ম্যাচে ফেরান ইংলিশ ফুটবলার মাইকাল আন্তোনিও। ডান দিক থেকে স্বদেশি রায়ান ফ্রেডেরিকসের নিচু ক্রসে পা ছুঁয়ে বল জালে পাঠান এই ইংলিশ ফরোয়ার্ড। ম্যাচের ৬৭ মিনিটেও দারুণ এক সুযোগ তৈরি করেন আন্তোনিও। তবে ভাগ্যের জোরে বেঁচে যায় আর্সেনাল। আন্তোনিওর হেড ফেরে ক্রসবারে লেগে।

ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচটিতে আর্সেনালের পক্ষে ৮৫ মিনিটের সময় জয়সূচক গোল করেন এডি এনকেতিয়াহ। এই ইংলিশ ফরোয়ার্ড ম্যাচে প্রথম গোল করা ল্যাকাজেতের বদলি হিসেবে নেমেছিলেন ৭৭ মিনিটের সময়।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়