RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৯ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৫ ১৪২৭ ||  ০৪ জমাদিউস সানি ১৪৪২

‘সিরি আ’র কোচিং যোগ্যতা অর্জন করলেন পিরলো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২০  
‘সিরি আ’র কোচিং যোগ্যতা অর্জন করলেন পিরলো

উয়েফার লাইসেন্স প্রাপ্ত কোচ হওয়ার আগেই জুভেন্টাসের দায়িত্ব কাঁধে আসে আন্দ্রে পিরলো। কিন্তু উয়েফার নিয়ম অনুসারে ‘সিরি আ’ বা ‘সিরি বি’ এর মতো লিগের কোনো দলের হয়ে কোচিং করাতে হলে থাকতে হবে উয়েফার লাইসেন্স। তবে পিরলোর জন্য সুখবর হলো, জুভেন্টাসের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামার আগেই পেলেন উয়েফার লাইসেন্স।

প্রথম ম্যাচে জুভেন্টাসের হয়ে দারুণ জয় দেখলেন পিরলো। এর পাশাপাশি আরও খুশির খবর হয়ে এলো উয়েফার লাইসেন্স প্রাপ্তি এবং ইতালিয়ান ফুটবল ফেডারেশন থেকে অনুমতি। ফলে সিরি আ তে জুভেন্টাসকে কোচিং করানোর ক্ষেত্রে আর কোনো বাধা নেই পিরলোর।

বিয়াঙ্কোনেরি বসের পরীক্ষা অবশ্য বেশ ভালোই হয়েছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ফলাফল অনুসারে ১১০ এর মধ্যে ১০৭ পেয়েছেন পিরলো। ইতালিয়ান কিংবদন্তির চেয়ে বেশি পেয়েছেন কেবল জেনোয়া বস থিয়াগো মোত্তা। জেনোয়া বসের স্কোর ছিল ১০৮।

তবে ৪১ বছর বয়সী এই ইতালিয়ানের এখনো থিসিস জমা দেওয়া বাকী। উয়েফার প্রো লাইসেন্সের জন্য থিসিস জমা দিতে হবে পিরলোকে। আর বিয়াঙ্কোনেরি বসের থিসিসের বিষয় হচ্ছে মাঠে খেলোয়াড়দের কীভাবে পরিবর্তনের বিষয়ে ভাবছেন তিনি।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়