ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ম্যান অব দ্য ম্যাচ আম্পায়ার: শেবাগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২১ সেপ্টেম্বর ২০২০  
ম্যান অব দ্য ম্যাচ আম্পায়ার: শেবাগ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই বিতর্কিত হলো আম্পায়ারিং। রোববার কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে ‘মারাত্মক’ ভুল সিদ্ধান্ত দেন অন-ফিল্ড আম্পায়ার। 

ঘটনা ঘটে রান তাড়া করতে নামা পাঞ্জাবের ইনিংসের ১৯তম ওভারে। লং অনে একটি শট খেলে দুই রান নেন মায়াঙ্ক আগারওয়াল। কিন্তু অন-ফিল্ড আম্পায়ার নিতিন মেনন জানান এক রান হয়েছে। প্রথম রান নেওয়ার সময় অন্য প্রান্তের ব্যাটসম্যান ক্রিস জর্ডানের ব্যাট ক্রিজে ছিল না।

তবে রিপ্লেতে জর্ডানের ব্যাট ক্রিজ ছুঁতে দেখা গেছে। আম্পায়ারের ওই শর্ট রানের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হয়েছে পাঞ্জাবকে। ২০ ওভারে দিল্লির সমান ১৫৭ রান তারা করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে হেরে যায় পাঞ্জাব।

আম্পায়ারের এই সিদ্ধান্তে তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে। সাবেক ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ বলেছেন, ম্যাচে আম্পায়ার গড়ে দিয়েছেন পার্থক্য এবং তারই পাওয়া উচিত ছিল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন দিল্লির হয়ে ২১ বলে ৫৩ রান করা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্কাস স্টয়নিস। কিন্তু টুইটারে শেবাগ দ্বিমত পোষণ করেছেন, ‘ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিয়ে আমি একমত নই। যে আম্পায়ার এই শর্ট রান দিয়েছেন, ম্যান অব দ্য ম্যাচের দাবিদার তিনি। ওটা শর্ট রান ছিল না এবং এটাই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছিল।’

পাঞ্জাবের মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ভারতীয় ক্রিকেট বোর্ডকে নতুন নিয়ম তৈরির আহ্বান করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘মহামারির মধ্যেও আমি এখানে এসেছি, কোয়ারেন্টাইনে ছয় দিন থেকেছি এবং হাসিমুখে পাঁচবার করোনা টেস্ট করিয়েছি। কিন্তু এই একটি শর্ট রানের সিদ্ধান্ত আমাকে খুব কষ্ট দিলো। যদি কাজেই না লাগে তাহলে প্রযুক্তি ব্যবহারের দরকার কী? বিসিসিআইর নতুন নিয়ম করার সময় এসেছে। প্রত্যেক বছর এমনটা হতে পারে না।’

পাঞ্জাব হারের জন্য শর্ট রানের সিদ্ধান্তকে দায়ী করলেও নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্কট স্টাইরিসের কণ্ঠে ভিন্ন সুর, ‘আজ রাতের আইপিএল ম্যাচে শর্ট রানের মারাত্মক ভুল সিদ্ধান্ত এসেছে। কিন্তু যখন শেষ ২ বলে মাত্র এক রান আপনার দরকার এবং জিততে না পারেন তাহলে আপনার কেবল নিজেকে দোষারোপ করা উচিত।’

জানা গেছে, শর্ট রানের জন্য আইপিএল গভর্নিং বডির কাছে আপিল করেছে পাঞ্জাব। এখন দেখার অপেক্ষা সিদ্ধান্ত পাল্টায় কি না।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়