ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দিল্লির বিপক্ষেও শঙ্কায় রাইডু

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২০  
দিল্লির বিপক্ষেও শঙ্কায় রাইডু

আম্বাতি রাইডু

হ্যামস্ট্রিংয়ে সামান্য অস্বস্তি এখনও আছে, তাই চেন্নাই সুপার কিংসের তৃতীয় ম্যাচেও হয়তো খেলা হচ্ছে না আম্বাতি রাইডুর। এক প্রতিবেদনে এই শঙ্কার কথা জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটি হবে দুবাইয়ে।

তবে ২ অক্টোবর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চতুর্থ ম্যাচে রাইডুকে খেলানো নিয়ে আশাবাদী চেন্নাই। ওই ম্যাচে ফেরা হতে পারে হাঁটুর চোট কাটিয়ে ওঠা ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর।

গত বছরের ইংল্যান্ড বিশ্বকাপে নির্বাচকদের কাছে উপেক্ষিত হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রাইডু। অবশ্য শুরুতে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান। তবে আইপিএল খেলার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

৩৫ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ফেরাটা হয়েছে দুর্দান্ত। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৭১ রানের জয়সূচক এক ইনিংস খেলেন রাইডু। বুধবার (২২ সেপ্টেম্বর) রাজস্থান রয়্যালসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টসের আগে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শুধু বলেছিলেন, রাইডু ‘শতভাগ’ ফিট নয়।

জানা যায় মুম্বাই ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ছোটখাটো আঘাত পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যান। তাই পূর্বসর্তকর্তা হিসেবে অন্তত দুটি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে।

এদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পাওয়া হাঁটুর চোট নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পা রাখা ব্রাভো যথেষ্ট সুস্থ। কিন্তু টিম ম্যানেজমেন্ট এখনই ঝুঁকি নিতে চায় না। চতুর্থ ম্যাচে তাকে দেখা যেতে পারে। তার অনুপস্থিতিতে বিদেশি অলরাউন্ডারের দায়িত্ব ভালোভাবে সামাল দিচ্ছেন স্যাম কারান।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়