ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ব্রেট লি’র আপ্রাণ চেষ্টাও বাঁচাতে পারেনি জোন্সকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ২৫ সেপ্টেম্বর ২০২০  
ব্রেট লি’র আপ্রাণ চেষ্টাও বাঁচাতে পারেনি জোন্সকে

আইপিএলের ধারাভাষ্য দিতে অন্য সবার মতো মুম্বাইয়ের ট্রাইডেন্ট হোটেলে ছিলেন ডিন জোন্স। সেখানে তার সঙ্গে ছিলেন ব্রেট লি, স্কট স্টাইরিস, কেভিন পিটারসেনের মতো সাবেক তারকা ক্রিকেটার এবং ধারাভাষ্যকার। তাদের মধ্য থেকে হুট হৃদরোগে আক্রান্ত হয়ে বিদায় নিলেন জোন্স। তবে হৃদরোগে আক্রান্ত হওয়ার সময় জোন্সের পাশে ছিলেন ব্রেট লি। অজি এই সাবেক ক্রিকেটার অগ্রজ জোন্সকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু কিছুতেই হয়নি কোনো কাজ।

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মাইকেল স্ল্যাটার সেই ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘ব্রেট লি কেভিন পিটারসেনের সঙ্গে যোগাযোগ করেছিল। ব্রেট তার পাশেই ছিল এবং কিছু বন্ধুর সাহায্য চাচ্ছিল। অ্যাম্বুলেন্স আসার আগে আধ ঘণ্টা ধরে সে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেছে। বলতে বাধ্য হচ্ছি, খেলা সম্প্রচার করা কখনো এত কঠিন মনে হয়নি।’

আইপিএলে ২৪ সেপ্টেম্বর ম্যাচ শুরুর আগে ‘সিলেক্ট ডাগ আউট’ শোতে সেদিন বিশ্লেষকের ভূমিকায় জোন্সের সঙ্গে ছিলেন লি ও স্টাইরিস। কথা বলার মাঝেই হুট করে অসুস্থ হয়ে পড়েন জোন্স। তখন লি সঙ্গে সঙ্গে ধরে ফেলেন জোন্সকে। সাহায্যের জন্য বাকীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন, অ্যাম্বুলেন্স ডাকেন। এমনকি সিপিআর দেওয়ার সময় পাশে দাঁড়িয়েও থাকেন। কিন্তু বেঁচে ফেরাতে পারেননি জোন্সকে।

শোক কাটিয়ে স্টার স্পোর্টসের জন্য পরে অবশ্য অনুষ্ঠানটি করেন লি। এই সময় অজি এই ক্রিকেটারের পাশের চেয়ার খালি ছিল জোন্সের জন্য। শো শেষে সংবাদমাধ্যমে লি বলেন, ‘সে (জোন্স) একজন প্রশ্নাতীত কিংবদন্তি। আজকের ডাগ আউট শো-টা জোন্সের জন্যই। আমি নিশ্চিত সে চাইতো, আমরা যে খেলাটিকে ভালোবাসি তার স্বার্থেই অনুষ্ঠান চালিয়ে যাই। এই জন্য অনুষ্ঠানটি চালিয়ে গেছি। তবে বাস্তবিকভাবেই আজকের দিনটা ছিল সবার জন্য ভীষণ কঠিন।’

জোন্সের কথা বলতে গিয়ে ভেঙে পড়েন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টাইরিশ। তিনি বলেন, ‘সকালে ঘুম ভাঙার পর ডিনোর সঙ্গে নাশতা করেছি। এরপর একটু দৌড়েছে সে। এভাবে নিজেকে ফিট রাখতো। কে ভেবেছিল কয়েক ঘণ্টা পরই তার হার্ট অ্যাটাক হবে।’

৫৯ বছর বয়সে মারা যাওয়া ডিন জোন্স অস্ট্রেলিয়ার জার্সিতে দশ বছরের ক্যারিয়ারে ২১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। মোট ১৮ শতকে করেছেন সাড়ে নয় হাজারেরও বেশি রান।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়